বাংলারজমিন

রংপুরে মুসলিম এইডের টিউবওয়েল বিতরণ

স্টাফ রিপোর্টার, রংপুর থেকে

২৬ মে ২০১৮, শনিবার, ৯:৫৮ পূর্বাহ্ন

বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে রংপুরে হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা মুসলিম এইড। এম.এ.আইটি পলিটেকনিক ইন্সটিটিউট মিলনায়তনে দরিদ্রদের মাঝে টিউবওয়েল তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর জেলা প্রশাসক প্রশাসক মো. এনামুল হাবীব। এ সময় প্রধান অতিথি উপস্থিতিদের মাঝে তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, পানির অপর নাম জীবন। বিশুদ্ধ পানি না হলে পানি বাহিত মহামারি রোগ দেখা দেয়। সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার জন্য বিশুদ্ধ পানির প্রয়োজন অপরিসীম। আর এ লক্ষ্য নিয়ে ইউকে’র অর্থায়নে আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছে মুসলিম এইড। তাদের এ কল্যাণকর কর্মকাণ্ডের কারণে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। মুসলিম এইড বাংলাদেশকে বর্তমান সরকারের সঙ্গে তাল মিলিয়ে কারিগরি শিক্ষায় অবদান রেখেছে। বেকারত্ব দূরীকরণের জন্য কারিগরি শিক্ষার বিকল্প নেই এবং কারিগরি শিক্ষার সম্প্রসারণের মাধ্যমে দেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করা সম্ভব। আঞ্চলিক ব্যবস্থাপক আবুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবজমিন স্টাফ রিপোর্টার জাভেদ ইকবাল, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর জাকারিয়া আলম শিপলু, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উমর ফারুক। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন শাখা ব্যবস্থাপক মো. খায়রুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথমা রানী। উল্লেখ্য যে, রংপুর সদরে ৩০টি-সহ এ অঞ্চলে ২০১৮ সালে মোট ২৩০টি টিউবওয়েল পর্যায়ক্রমে বিতরণ করা হয়েছে।


   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status