দেশ বিদেশ

ধর্ষণ ও দখল চেষ্টায় মামলা না নেয়ার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার

২৬ মে ২০১৮, শনিবার, ৯:৪৫ পূর্বাহ্ন

রাজধানীর তুরাগের বাউনিয়ায় মিথ্যা মামলায় পুরুষ সদস্যদের কারাগারে পাঠিয়ে এক হিন্দু গৃহবধূকে ধর্ষণ ও তাদের বসতভিটা দখলের অভিযোগ উঠেছে। এই ঘটনায় মামলা না নেওয়ার প্রতিবাদে গতকাল শুক্রবার মানববন্ধন করেছে ভুক্তভোগীর পরিবার। সকাল ১০টার পর থেকে বেলা ১২টা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে পোস্টার, প্লেকার্ড হাতে তারা মানববন্ধন করে বিক্ষোভ প্রদর্শন করেন। এসময় বেশ কিছু লোকজন উপস্থিত ছিল।
মানববন্ধনে ভিকটিম শিমু রানী সরকার ও তার স্বামী স্বপন শীল বলেন, তুরাগ থানার বাদালদীর এলাকার বাউনিয়ার দক্ষিণ পূর্বপাড়ায় ৩৫ বছর ধরে তাদের বসবাস। স্থানীয় মহসিন ও মো. গিয়াস উদ্দিন নামে দুই ব্যক্তি কয়েক মাস আগে তাদের বসবাসের ভিটার বড় অংশ দখল করে নিয়েছে। অবশিষ্ট অংশও দখলের পাঁয়তারা চালাচ্ছে। এজন্য গোপনে মিথ্যা মামলা দায়ের করে গ্রেপ্তারি পরোয়ানার নোটিশ লুকানো হয়। এরপর পরিবারের গৃহকর্ত্রী বকুল রানী, স্বপন শীল, বাবু শীল ও শিপন শীলকে গত ১৮ই মে থানা পুলিশ গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। পরদিন ১৯শে মে রাতে মহসিন ও গিয়াস ওই বাড়িতে ঢুকে একা থাকা গৃহবধূ শিমুকে ধর্ষণের চেষ্টা চালায়। স্থানীয়রা তাদের হাতেনাতে ধরে থানায় সোপর্দ করলেও পুলিশ মামলা না নিয়ে ছেড়ে দেয়। পরে জামিনে ছাড়া পেয়ে স্বপন স্ত্রীকে নিয়ে গত বুধবার দ্বিতীয় দফায় থানায় গেলেও মামলা নেয়া হয়নি বলে অভিযোগ করেন। কিন্তু পুলিশ মামলা না নেয়ায় অবৈধ দখল ও স্ত্রীকে ধর্ষণ চেষ্টার বিরুদ্ধে বিচার চাইতে গিয়ে রাস্তায় মানববন্ধনে দাঁড়াতে হয়েছে বলে জানান অংশগ্রহণকারীরা। এখন তারা জীবনের ভয়, হয়রানি ও উচ্ছেদ আতঙ্কে রয়েছেন বলে জানান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status