বাংলারজমিন

কিশোরগঞ্জ ৮ দোকানে দুর্ধর্ষ চুরি, গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে

২৬ মে ২০১৮, শনিবার, ৯:৩৯ পূর্বাহ্ন

কিশোরগঞ্জ শহরে আটটি দোকান ও এজেন্সিতে তালা কেটে দুর্ধর্ষ চুরির ঘটনায় আলাদিন (১৯) নামে এক চোরকে আটক করেছে পুলিশ। উদ্ধার করেছে তালা খোলার যন্ত্রপাতি ও ছোরাসহ নগদ টাকা। আটক হওয়া চোর আলাদিন শহরের কানিকাটা এলাকার মৃত মাহতাব উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানায়ও চুরির মামলা রয়েছে বলে সদর মডেল থানার ওসি আবু শামা মো. ইকবাল হায়াত জানিয়েছেন। একটি দোকানের সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয় এবং বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে শহরের নিউটাউন মোড় থেকে আটক করা হয়। এ সময় আলাদিনের কাছ থেকে একটি দা, ৩টি ছোরা, টেস্টার, স্ক্রু ড্রাইভার, নগদ এক হাজার সাত টাকা ও চোরের ব্যক্তিগত মোবাইল সেট জব্দ করা হয়।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আবু শামা মো. ইকবাল হায়াত ও ব্যবসায়ীরা জানান, বুধবার সকাল ৬টা ১০ মিনিট থেকে ৬টা ৪৫ মিনিট পর্যন্ত শহরের প্রধান ব্যবসাকেন্দ্র বড়বাজারের সাতটি দোকানে তালা কেটে ৫-৬ জনের একটি সংঘবদ্ধ চক্র টাকা চুরি করে। তবে, কোনো দোকানেই বেশি টাকা ছিল না। কাছাকাছি সময়ে শহরের প্রাণকেন্দ্র গৌরাঙ্গবাজার এলাকার একটি এজেন্সিতেও তালা কেটে চুরি হয়। একটি দোকানের সিসি ক্যামেরায় চুরির দৃশ্য ধরা পড়ে। এ ঘটনায় বৃহস্পতিবার রাত ৯টার দিকে মেসার্স গায়ত্রী স্টোরের ম্যানেজার বিদ্যাসাগর কৈরি বাদী হয়ে অজ্ঞাত আসামি দিয়ে সদর থানায় মামলা (নং ৫৩) দায়ের করেন। পরে রাত ১২টার দিকে ওসি আবু শামা মো. ইকবাল হায়াত, পরিদর্শক (অপারেশন) তানভীর আহমেদ ও এসআই কিবরিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে সিসি ক্যামেরায় ধরা পড়া আলাদিনকে আটক করতে সক্ষম হন। তার কাছ থেকে আরো কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদের ধরার চেষ্টা চলছে এবং তালা কাটার যন্ত্রপাতিরও সন্ধান পাওয়া গেছে বলে ওসি জানিয়েছেন। শুক্রবার গ্রেপ্তার হওয়া আলাদিনকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করলে তাকে কারাগারে পাঠানো হয়। রিমান্ড শুনানি পরবর্তীতে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status