বাংলারজমিন

কোম্পানীগঞ্জে আমিরুন্নেছার উপর হামলার ঘটনায় মামলা

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

২৬ মে ২০১৮, শনিবার, ৯:৩১ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জের কুড়াইল বিলে ধান কাটতে গিয়ে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত আমিরুন্নেছা বাদী হয়ে আদালতে মামলা করেছেন। সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক শারমীন খানম শিলা মামলাটি গ্রহণ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য কোম্পানীগঞ্জ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। মামলার বাদী কোম্পানীগঞ্জের খাগাইল বাজারের ধরাকুল গ্রামের বাসিন্দা আইনউল্লার স্ত্রী। মামলার এজাহারে আমিরুন্নেছা দাবি করেন- পূর্বের ঘটনায় আসামি হানিফসহ অন্যরা তার স্বামীর কাছে চাঁদা দাবি করেছিল। কিন্তু চাঁদা না দেয়ায় আসামিরা বাড়িতে হামলা চালিয়েছিল। এই ঘটনার পর থেকে একই এলাকার হানিফ, শাহীন, নূর ইসলাম, বাশিরউদ্দিন, আবদুর রাকিব, নুরুল হক, জালাল, বিলাল, জামাল, তাজউদ্দিন, নূরউদ্দিন, ফরিদ, সুবোধ, মন্তাজ সহ কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয়। এ মামলার পর থেকে আসামিরা কুড়াইল বিলে তাদের পাকা ধানের ক্ষেতে যেতে দিচ্ছিল না। ওই জমির ধান তাদের বলে দাবি করে। এদিকে- গত ১৯শে মে ওই জমিতে ধান কাটতে যান আইনুল্লাহর স্ত্রী আমিরুন্নেছা ও প্রতিবেশী জয়তুন্নেছা এবং শরিফুন্নেছা। এ সময় হানিফ সহ কয়েকজন যুবক এসে তাদের ওই জমিতে কাজ করা অবস্থায় অপহরণের চেষ্টা চালায়। একপর্যায়ে অপহরণে ব্যর্থ হয়ে তারা আমিরুন্নেছার মা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপায়। এতে আমিরুন্নেছা গুরুতর আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর আসামিরা বাড়িতে আরেক দফা হামলা চালিয়েছে বলে মামলার এজাহারে দাবি করেন আমিরুন্নেছা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status