বাংলারজমিন

সোনাইছড়িতে অনুমোদন ছাড়াই চলছে পাথর উত্তোলন

মুফিজুর রহমান, নাইক্ষ্যংছড়ি থেকে

২৬ মে ২০১৮, শনিবার, ৯:৩১ পূর্বাহ্ন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়িতে অনুমোদন ছাড়াই চলছে পাহাড়ের পাথর উত্তোলন। এসব পাথর বিক্রি হচ্ছে নাইক্ষ্যংছড়ি-ঘুমধুম সড়কসহ ব্রিজের কাজে। আর প্রতি ঘনফুট পাথর বিক্রি হচ্ছে ১৬০ টাকা মূল্যে। প্রকাশ্যে বেআইনিভাবে পাথর উত্তোলনের রমরমা বাণিজ্যের বিরুদ্ধে প্রশাসনের নীরব ভূমিকা নিয়েও বিভিন্ন মহলের প্রশ্ন জাগছে। সোনাইছড়ি এলাকার স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, জনৈক বশির আহমদের নিয়োগকৃত শ্রমিকরা চেরারখালের শাখা প্রশাখা ও পাহাড় খোদাই করে বিপুল পরিমাণ পাহাড়ি পাথর বটতলী-চুইল্লাপাড়া মধ্যবর্তী স্থানে মজুদ করেছে। এছাড়াও তার বাড়িতেও মজুদ রয়েছে বিপুল পরিমাণ পাথর। অবৈধ এ পাথর উত্তোলন কাজের ব্যবসায়িক পার্টনার হিসেবে রয়েছেন সোনাইছড়ি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বাহান মারমা। তার নিয়ন্ত্রণে পাথর উত্তোলন চলছে হরিনমারা, ক্যংদং, মহেশকুমঝিরি থেকে।
নাম প্রকাশ না করার শর্তে সোনাইছড়ি ইউনিয়নের এক ইউপি সদস্য জানান, অবৈধভাবে পাথর উত্তোলনের সঙ্গে রাজনৈতিক নেতা ও প্রভাবশালীরা জড়িত থাকায় প্রশাসন কঠোর ব্যবস্থা নিচ্ছেনা। এমন অভিযোগের সত্যতাও মিলেছে। সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান বাহান মার্মা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হওয়ায় জনৈক বশির আহমদের সঙ্গে অনেকটা নিরাপদেই ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে বশির আহমদ বলেন, পাথর উত্তোলনের জন্য জেলা প্রশাসকের বরাবর আবেদনের পর উপজেলা নির্বাহী অফিসার ও তদন্ত কর্মকর্তা উপজেলা ইঞ্জিনিয়ার প্রতিবেদন দিয়েছেন। অনুমোদন না হলেও কিছু পাথরন তুলেছেন বলে স্বীকার করেন তিনি। অপরদিকে সোনাইছড়ি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাহান মারমা পাথর উত্তোলনের কথা স্বীকার করে বলেন, অনুমোদনের জন্য আমিসহ আরো তিনজন প্রশাসনের কাছে আবেদন করেছি। সার্ভেয়ার প্রতিবেদন দিয়েছেন। তবে এখনো অনুমোদন পাইনি।
সচেতন নাগরিকরা জানিয়েছেন, আজকাল পাথর উত্তোলনের আবেদন করলেই যেন বৈধতা পান পাথর খেকোরা। অনুমোদন পাওয়ার আগেই তারা হাজার হাজার ঘনফুট পাথর তুলে নেন। পরবর্তী প্রশাসনের আনুষ্ঠানিক অনুমোদন আর প্রয়োজনই হয় না তাদের। তাদের মতে, অনুমোদন প্রক্রিয়ার এ বিষয়টির ওপর গুরুত্ব না দিলে আগামীতে নিয়ন্ত্রিণহীন হয়ে পড়বে পাহাড় আর পাথর রক্ষা।
এই প্রসঙ্গে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম সারওয়ার কামাল বলেছেন, উপজেলায় পাথর উত্তোলনের জন্য কাউকে অনুমোদন দেওয়া হয়নি।
পাথর উত্তোলন প্রসঙ্গে বান্দরবান জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. সোহরাব হোসেন বলেন, পাহাড় ও ঝিরি ঝর্ণার পাথর এবং পাহাড়ের ভেতরে প্রাকৃতিকভাবে সৃষ্ট বোল্ডার পাথর একমাত্র পানির উৎস্যের ক্ষেত্র। তাই এসব ক্ষেত্র রক্ষা করা সবার দায়িত্ব রয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status