খেলা

ক্যাম্প রেখে লন্ডনে ৭ ফুটবলার

স্পোর্টস ডেস্ক

২৬ মে ২০১৮, শনিবার, ৯:২৬ পূর্বাহ্ন

বাংলাদেশ ফুটবল দলের নতুন বিদেশি কোচ ইংল্যান্ডের জেমি ডে’র ঢাকায় আসার কথা জুনের প্রথম সপ্তাহে। তার আগেই আজ বিকেএসপিতে শুরু হচ্ছে ফুটবলারদের আবাসিক ক্যাম্প। এশিয়ান গেমস ও সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে বাফুফে ক্যাম্পের জন্য ৪৪ ফুটবলার ডেকেছে প্রাথমিকভাবে। কিন্তু আজ রিপোর্টিংয়ের দিন সব খেলোয়াড় পাচ্ছেন না স্থানীয় কোচরা। ডাক পাওয়া তালিকার ৭ খেলোয়াড় চলে গেছেন লন্ডনে। গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা, ডিফেন্ডার ওয়ালি ফয়সাল, নাসির উদ্দিন চৌধুরী, মিডফিল্ডার ইমন বাবু, আতিকুর রহমান ফাহাদ, সা’দ উদ্দিন ও মামুনুুল ইসলাম একটি ক্লাবের হয়ে প্রীতি ম্যাচ খেলতে গেছেন লন্ডনে। তাদের ৩ জুন ক্যাম্পে যোগ দেয়ার কথা।
জেমি ডে দায়িত্ব নেয়ার আগে ক্যাম্প চালিয়ে যাবেন স্থানীয় কোচ মাহবুব হোসেন রক্সি, মাসুদ পারভেজ কায়সার, পারভেজ বাবু ও নয়ন। বাফুফে ভবনে খেলোয়াড়দের রিপোর্টিং শেষে আজই তাদের নিয়ে বিকেএসপি চলে যাবেন স্থানীয় কোচরা। এমনিতেই কোচ নিয়োগে অনেকটা সময় পার করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এশিয়ান গেমস ও সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি শুরু করতেও হচ্ছে বিলম্ব। আর গুরুত্বপূর্ণ সময়ে ক্যাম্প সামনে রেখে খেলোয়াড়দের লন্ডন যাওয়া নিয়ে শুরু হয়েছে বিতর্ক। জাতীয় ফুটবল দলের ম্যানেজার সত্যজিৎ দাশ রূপু অবশ্য বলেন, সবাই ছুটি নিয়েই লন্ডন গেছেন। প্রশ্ন হলো জাতীয় দলের ক্যাম্পের চেয়ে ‘খ্যাপ’ ফুটবল গুরুত্বপূর্ণ কি? বাফুফে কেন তাদের এমন সময় ছুটি দিয়েছে? এ বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ‘ওরা অনেক আগে থেকেই এ সফরের কথা বলে আসছিলেন। তা ছাড়া অনেকদিন লীগ খেলেছে। ওখানে গোটা তিনেক ম্যাচ খেলবেন ফুটবলাররা। আমার মনে হয় না, ৭ জন যাওয়ায় কোনো সমস্যা হবে ক্যাম্পের। কারণ, আমরা ক্যাম্পের জন্য ৪৪ জন ফুটবলার ডেকেছি। আর প্রধান কোচ জেমি ডে ঢাকায় আসার আগেই তো ফুটবলাররা চলে আসবেন।’
এদিকে দলকে অনুশীলনের জন্য দক্ষিণ কোরিয়ায় পাঠানোর চেষ্টা করছেন বাফুফের টেকনিক্যাল ও স্ট্র্যাটিজিক্যাল ডিরেক্টর পল স্মলি। এ বিষয়ে তিনি বলেন, সবকিছু ঠিক থাকলে জুলাইয়ে তিন সপ্তাহের বেশি সময়ের জন্য দল কোরিয়ার পাজুর একাডেমিতে অনুশীলন করবে। একই সঙ্গে সেখানে ম্যাচ খেলারও চেষ্টা করা হচ্ছে। ৩০ সদস্যের দল যাবে কোরিয়ায়। এটা বাফুফের খরচে। স্থানীয় আতিথেয়তা কোরিয়ানদের। বাংলদেশ দল সেখান থেকে দেশে ফিরে এরপর এশিয়ান গেমসে অংশ নিতে ইন্দোনেশিয়ার জাকার্তায় যাবে। জাকার্তা যাওয়ার পথে মালয়েশিয়ায় প্রস্তুতি ম্যাচ খেলার চেষ্টা করছে বাফুফে। এরপর ইন্দোনেশিয়ায় প্র্যাকটিস ম্যাচ খেলবে বাংলাদেশ। এই আসরকে সাফের প্রস্তুতি হিসেবেই দেখছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা। যদিও এশিয়াডে খেলবে অনূর্ধ্ব-২৩ জাতীয় দল। এদিকে জাতীয় দলের বৃটিশ কোচ জেমি ডে আগামী মাসের শুরুতে বাংলাদেশে আসছেন। তবে এখনো চূড়ান্ত হয়নি ফিটনেস কোচ এবং গোলরক্ষক কোচের নাম। সাবেক বৃটিশ কোচ অ্যান্ডু্র অর্ড চলে যাওয়ার পর বাংলাদেশের দায়িত্ব ছাড়েন গোলরক্ষক কোচ জেসন ব্রাউন। সবশেষে চলে যান ফিটনেস কোচ মারিও লেমস। লেমস চুক্তি শেষ করেই নতুন চুক্তিতে উপনীত না হয়ে মালয়েশিয়ার এক ক্লাবে যোগ দেন। অ্যান্ড্রু অর্ড ও জেসন ব্রাউনের ঠিকানা থাই ক্লাব। এরা দুইজনই চুক্তি ভঙ্গ করে চলে গেছেন। যে কারণে বাফুফে এবার চুক্তির বিষয়ে বেশ কঠোর। জেমি ডের সাথে চুক্তিতে উল্লেখ আছে, কোনো পক্ষই মেয়াদ শেষের আগে চুক্তি ভঙ্গ করতে পারবে না। ভঙ্গ করলে বিপুল অর্থ ক্ষতিপূরণ দিতে হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status