বিনোদন

নানা অসঙ্গতি প্রসঙ্গে চঞ্চল

স্টাফ রিপোর্টার

২৬ মে ২০১৮, শনিবার, ৯:১৫ পূর্বাহ্ন

জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। আসছে ঈদের নাটক-টেলিছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। নিজের ব্যস্ততার মধ্যেও সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নাটক পাড়ার নানা অসঙ্গতি নিয়ে কথা বলেছেন তিনি। তার স্ট্যাটাস থেকে জানা যায়, এই সময়ে জনপ্রিয় শিল্পীদের বাইরে অনেক গুণী শিল্পী অভিনয় থেকে দূরে আছেন। টিভি নাটক পাড়া খুব যে সাবলীলভাবে চলছে তা নয়, অনেক অসঙ্গতিও চোখে পড়ে হরহামেশা। এর মধ্যে কিছু মানুষ এগিয়ে নেয়ার চেষ্টা করছে ইন্ডাস্ট্রিকে। ফেসবুকে চঞ্চল চৌধুরী আরো লিখেন, বড় বড় কথা না বলে, এই মাধ্যমে যারা আছেন, তাদের ব্যবসা আর ফুর্তি (!) টা কমাতে হবে, সততার সঙ্গে শিল্পের কাজটা করতে হবে, সেই সঙ্গে নাটকের বাজেটটা বাড়ানো অতীব জরুরি। আর ২-৩ জনকে বেইজ করে নাটক বানানো বন্ধ করতে হবে। তাহলেই অনেক সিনিয়র গুণী শিল্পী সসম্মানে কাজ করে বেঁচে থাকবেন। সেই সঙ্গে শিল্পীদের নিজের সুস্থ জীবন চর্চা করাটাও অতি আবশ্যক। আমরা কেউই দুস্থ শিল্পী হয়ে, মানবেতর জীবন পার করে মৃত্যুবরণ করতে চাই না। ধান্ধাবাজ নয়, শিল্প আর শিল্পীর জয় হোক। এদিকে এই অভিনেতা এরইমধ্যে ঈদের জন্য একাধিক নাটকের কাজ শেষ করেছেন। ঈদে এই অভিনেতাকে দেখা যাবে সাগর জাহানের ‘নসু ভিলেন’,  ‘ফেয়ার প্লে’, ও গোলাম সোহরাব দোদুলের ‘সুগন্ধি বোড়িং ও তুমি’সহ বেশ কিছু একক নাটকে। এদিকে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘দেবী’ উপন্যাস অবলম্বনে নির্মিত ‘দেবী’ চলচ্চিত্রে আলোচিত ‘মিসির আলী’ চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। ছবিটি মুক্তির অপেক্ষায়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status