বাংলারজমিন

কুমিল্লায় জাতীয় কবির জন্মবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে

২৬ মে ২০১৮, শনিবার, ৯:০৭ পূর্বাহ্ন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৯তম জন্মবার্ষিকী কবির স্মৃতি বিজড়িত কুমিল্লায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। কুমিল্লা জেলা প্রশাসন তিন দিনব্যাপী এ কর্মসূচি পালন করছে। সকালে নগরীর জেলা শিল্পকলা একাডেমি সংলগ্ন ‘চেতনায় নজরুল’ ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন বিপিএমসহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। এতে কুমিল্লার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, নজরুলের জীবন ভিত্তিক আলোকচিত্র ও পুস্তক প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। আজ শনিবার কুমিল্লার মুরাদনগরের কবিতীর্থ দৌলতপুরে আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status