অনলাইন

দুই মাদক সম্রাজ্ঞী গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি

২৫ মে ২০১৮, শুক্রবার, ৫:১৪ পূর্বাহ্ন

চট্টগ্রাম মহানগরীর সবচেয়ে বড় মাদকের আখড়া হিসেবে পরিচিত সদরঘাট থানার বরিশাল কলোনিতে অভিযান চালিয়ে ৬৫০ বোতল ফেনসিডিলসহ দুই নারী মাদক সম্রাজ্ঞীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 এরা হলেন পারুল বেগম (৪৩) ও জহুরা বেগম ৫৬)। জহুরা বেগম ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার মানিক মিয়ার বাড়ির আবুল হোসেনের স্ত্রী। পারুল বেগম লক্ষ্মীপুর জেলার সদর থানার চর রুহুতি এলাকার মো. জাহাঙ্গীরের স্ত্রী।
 বৃহস্পতিবার দিবাগত রাত ১টা থেকে আজ শুক্রবার ভোর পর্যন্ত এই কলোনিতে অভিযান চালে। অভিযানে সিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সৈয়দ আব্দুর রউফ, সদরঘাট থানার ওসিসহ প্রায় ২০০ পুলিশ সদস্য অংশ নেয়।
 অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সৈয়দ আব্দুর রউফ অভিযানের তথ্য নিশ্চিত করে বলেন, গত ১৪ই মে বরিশাল কলোনির মাদক স¤্রাট হাবিবুর রহমান প্রকাশ মোটা হাবিব ও তার সহযোগী মোশাররফ র‌্যাবের অভিযানে গোলাগুলিতে নিহত হয়।
 এরপর গত ২৩শে মে বরিশাল কলোনির গিরা খ্যাত মাদক বিক্রীর শতাধিক স্পট গুড়িয়ে সাফ করে দেয়া হয়। এরপরও থেমে নেই মাদক বিক্রী। বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ মাদক বিক্রীর খবর পেয়ে এই কলোনিতে অভিযান চালানো হয়।
কলোনি ঘিরে রাতভর তল্লাশী চালিয়ে কলোনির বিভিন্ন আস্তানা থেকে ৪ বস্তায় ৬৫০ বোতল ফেনসিডিলসহ মাদক বিক্রির রাণী হিসেবে খ্যাত পারুল বেগম ও জহুরা বেগমকে গ্রেপ্তার করে বলে জানান চট্টগ্রাম মহানগর সদরঘাট থানার ওসি নিজাম উদ্দিন।
 তিনি বলেন, পারুল বেগম মাদক সম্রাট মোটা হাবিব ও ফারুকের মতো মাদক সম্রাজ্ঞী। তিনি মাদক সেবী ও কারবারিদের মধ্যে ভাবি হিসেবে পরিচিত। জিজ্ঞাসাবাদে কুমিল্লা সীমান্ত দিয়ে ভারত থেকে এসব ফেনসিডিল এনে চট্টগ্রামে বিক্রী করতো বলে স্বীকার করে সে।
শুধু তাই নয়, তার অধীনে প্রায় ৪০-৪৫ জন নারী ও ৩০-৩২ জন শিশু মাদক কারবারের সাথে জড়িত আছে বলে তথ্য দেয় পারুল। পুলিশ এখন তাদের খুঁজছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এই দুই নারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি নিজাম উদ্দিন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status