খেলা

সুয়ারেস-কাভানি স্বপ্ন দেখাচ্ছে উরুগুয়েকে

স্পোর্টস ডেস্ক

২৫ মে ২০১৮, শুক্রবার, ২:২৫ পূর্বাহ্ন

জনসংখ্যা মাত্র ৩০ লক্ষ অথচ বিশ্বফুটবলে চমকে দেয়ার সাফল্য রয়েছে উরুগুয়ের। একমাত্র দেশ, যাদের দখলে রয়েছে ২০টি ট্রফি। এর মধ্যে রয়েছে দু’টো বিশ্বকাপ (১৯৩০ ও ১৯৫০)। অলিম্পিকে জোড়া সোনা (১৯২৪ ও ১৯২৮)। কোপা আমেরিকায় সেরা ১৫ বার। এক বার মুন্দিয়ালিতো কাপ চ্যাম্পিয়ন। ২০১৮’র বিশ্বকাপে ‘এ’ গ্রুপে উরুগুয়ের সঙ্গে রয়েছে রাশিয়া, মিশর ও সৌদি আরব। আগামী ১৫ জুন প্রথম ম্যাচে উরুগুয়ের প্রতিপক্ষ মিশর। এই ম্যাচের উপর অনেকটাই নির্ভর করছে উরুগুয়ের এবারের বিশ্বকাপ। জিতলে চাপ অনেকটাই কমে যাবে কারণ, রাশিয়া ও সৌদি আরব ফিফা র‌্যাঙ্কিয়ে অনেকটাই পিছিয়ে। ১৯৫০-এ শেষ বার বিশ্বকাপ জিতেছিল উরুগুয়ে। ৬৮ বছর ধরে বিশ্বসেরা হওয়ার স্বপ্ন অধরাই থেকে গিয়েছে এনসো ফ্রান্সেসকোলির দেশের। রাশিয়ায় তৃতীয় বিশ্বকাপের খোঁজে উরুগুয়ে কোচ অস্কার তাবারেজের প্রধান ভরসা লুইস সুয়ারেস ও এডিনসন কাভানি। ক্লাব ফুটবলে এই মৌসুমে দু’জনে মিলে করেছেন ৬০ গোল। মার্চ মাসে চীনা কাপে সুয়ারেস-কাভানির গোলে চেক প্রজাতন্ত্রকে ২-০ গোলে হারায় উরুগুয়ে। বিশ্বকাপের বাছাই পর্বে দুর্দান্ত শুরু করেছিল তাবারেসের দল। কিন্তু ঘরের মাঠে চিলির ও ব্রাজিলের কাছে হেরেছিল বড় ব্যবধানে। এমনকী বিশ্বকাপের মূলপর্বে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হওয়া পেরুর কাছেও হার দেখে তারা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status