খেলা

রাশিয়া বিশ্বকাপে ম্যানসিটির রেকর্ড

স্পোর্টস ডেস্ক

২৫ মে ২০১৮, শুক্রবার, ১২:২৩ অপরাহ্ন

এবার রাশিয়ায় পর্দা উঠতে যাচ্ছে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত বিশ্বকাপ ফুটবলের। বিশ্বসেরা হওয়ার এ আসরে তুমুল যুদ্ধে অবতীর্ণ হবে ৩২ দেশ। একবিংশতম এ আসরে মাঠ মাতাবেন বিশ্বের বাঘা বাঘা খেলোয়াড়রা। তাদের পায়ের জাদুতে মোহিত হবে ফুটবল বিশ্ব। এবারের আসরের সকল খেলোয়াড়ই কেউ না কেউ বিশ্বের বিভিন্ন লীগের মাঠ মাতিয়ে বেড়িয়েছেন। ইংলিশ প্রিমিয়ার লীগ, স্প্যানিশ লা লিগা, বুন্দেসলিগা, ফরাসি লীগ বিভিন্ন দেশের লীগগুলোতে ভালো খেলা তারকারাই জাতীয় দলের হয়ে সুযোগ পেয়েছেন। রাশিয়া বিশ্বকাপে বিভিন্ন ক্লাব থেকে সুযোগ পাওয়া খেলোয়াড়দের তালিকায় সবার উপরের ক্লাব হিসেবে রেকর্ড গড়েছে ইংলিশ প্রিমিয়ার লীগের ক্লাব ম্যানচেস্টার সিটি। বিশ্বকাপে কোনো দল হিসেবে না থেকেও আলোচনায় ম্যানসিটি। এবারের বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়তে যাচ্ছে ম্যানচেস্টার সিটি। এবারের বিশ্ব মঞ্চে পারফর্ম করবেন ম্যানসিটির ১৭ খেলোয়াড়। এর মধ্য দিয়ে প্রথম কোনো ক্লাবের হয়ে খেলা এতজন খেলোয়াড় ফুটবলের সর্বোচ্চ আসরে অংশ নিতে যাচ্ছেন। এর আগে রেকর্ডটি ছিল আরেক ইংলিশ ক্লাব আর্সেনালের দখলে। ২০০৬ বিশ্বকাপে গানারদের ১৫ খেলোয়াড় অংশ নেন বিশ্বকাপে।
সিটির বিশ্বকাপ তারকারা
আর্জেন্টিনা : নিকোলাস ওটামেন্ডি, সার্জিও আগুয়েরো
ব্রাজিল : এডারসন, দানিলো, ফারনাদিনহো, গ্যাব্রিয়েল জেসুস
জার্মানি : ইলকাই গুন্ডোগান, লেরয় সানে
ইংল্যান্ড : ফ্যাবিয়ান ডেল্ফ, জন স্টোনস, কাইল ওয়াকার, রাহিম স্টারর্লিং
বেলজিয়াম : ভিনসেন্ট কোম্পানি, কেভিন ডি ব্রুইনা।
স্পেন : ডেভিড সিলভা
ফ্রান্স : বেনজামিন মেন্ডি
পর্তুগাল : বারনার্দো সিলভা
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status