অনলাইন

মমতা শনিবার একান্তে বৈঠক করবেন হাসিনার সঙ্গে

কলকাতা প্রতিনিধি

২৪ মে ২০১৮, বৃহস্পতিবার, ১১:৪৪ পূর্বাহ্ন

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার একান্তে কথা বলবেন। বৃহষ্পতিবার সন্ধ্যায় শান্তিনিকেতনে পৌঁছে মমতা নিজেই সাংবাদিকদের একথা বলেছেন। শুক্রবার বিশ্বভারতীর সমাবর্তনে এবং বাংলাদেশ ভবনের উদ্বোধনে হাসিনা ও মোদির সঙ্গে মমতাও উপস্থিত থাকবেন। তবে তিনি বলেছেন, বিশ্বভারতী আমাদের অত্যন্ত গর্বের জায়গা। রবীন্দ্রনাথের জায়গা। আর এখানে বাংলাদেশ ভবনের উদ্বোধন হওয়ায় তিনি যে খুব খুশি সেকথাও জানিয়েছেন। পাশাপাশি মমতা বলেছেন, বিশ্বভারতী রাজনীতির জায়গা নয়। মমতা বলেছেন, শনিবার কলকাতা ছাড়ার আগে হাসিনার সঙ্গে তিনি দেখা করবেন। তবে তিস্তার পাণি বণ্টন নিয়ে কোনও কথা যে হবে না সেকথাও তিনি জানিয়েছেন। নিছকই সৌজন্য সাক্ষাৎকার হবে। অবশ্য তিস্তা নিয়ে মমতা এখনও তার অনঢ় অবস্থানে রয়েছেন। তিনি আগেই বলেছিলেন যে, তিস্তা হল উত্তর বঙ্গের জীবন রেখা। তিনি আরও জানিয়েছেন, তিস্তায় দেবার মত পর্যাপ্ত পানিও নেই। আর তাই তোর্সার মত নদীর পাণি দেবার কথা তিনি বলেছিলেন। এদিন তিনি সাংবাদিক সম্মেলনে মমতা বলেছেন, হাসিনার সঙ্গে তার আন্তরিক সম্পর্ক রযেছে। হাসিনাদিকে তিনি পছন্দ করেন জানিয়ে মমতা বলেছেন, হাসিনাও তাকে খুব ভালবাসেন। তাঁর মতে, এপারবাংলা ও ওপার বাংলার সম্পর্ক চিরকালীন, সর্বজনীন। এখানে কোনও সীমান্ত নেই। কোনও রাজনীতি নেই। আমাদের মধ্যে সভ্যতা, আন্তরিকতা ও সংস্কৃতির আদান প্রদানই মূল । মুখ্যমন্ত্রী আরও বলেছেন, আমাদের মধ্যেকার সম্পর্ক সততার উপর দাঁড়িয়ে । আমি আশা করি, ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক সময়ের সঙ্গে সঙ্গে আরও শক্তিশালি হবে। শান্তিনিকেতনে হাসিনার সঙ্গে দেখা হলেও কোনও কথা যে হবে না সেটিও তিনি এদিন স্পষ্ট করে দিয়েছেন। তবুও শনিবারের একান্ত আলোচনায় দুজনের মধ্যে কি কথা হবে সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status