দেশ বিদেশ

পরিপাটি রুমে রাখা হয়েছে খালেদা জিয়াকে - হাছান মাহমুদ

স্টাফ রিপোর্টার

২৫ মে ২০১৮, শুক্রবার, ১০:০৯ পূর্বাহ্ন

প্রকৃতপক্ষে বেগম জিয়া একজন প্রথম শ্রেণির বন্দি হিসেবে, যে সুযোগ সুবিধাগুলো বাংলাদেশের ইতিহাসের অন্যান্য প্রথম শ্রেণির বন্দিরা পেয়েছিলেন তার চেয়ে অনেক বেশি সুযোগ-সুবিধা তিনি বর্তমানে কারাগারে ভোগ করছেন। গতকাল রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের পার্শ্ববর্তী নির্বাচনী অফিসে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ। ২৩শে মে দুপুরে ঢাকার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির রুহুল কবির রিজভী বলেন, অসংখ্য পোকামাকড়ে আকীর্ণ কক্ষটিতে বাস করা যেন নরকবাস। পোকামাকড়ের দংশনে খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। এ অভিযোগের প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের হাছান মাহমুদ বলেন, গতকাল চিরাচরিত নিয়ম অনুযায়ী বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একটি সংবাদ সম্মেলন করে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে যথাযথভাবে কারাগারে রাখা হচ্ছে না। তাকে যথাযথ সুযোগ সুবিধা দেয়া হচ্ছে না। তার স্বাস্থ্য নিয়ে নানা ধরনের অভিযোগ উপস্থাপন করেছেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া অত্যন্ত পরিপাটি একটি রুমে থাকেন। সেখানে একটি টেলিভিশন আছে। তাকে নিয়মিত খবরের কাগজ দেয়া হয়। শুধুমাত্র তার ব্যবহারের জন্য একটি রান্না ঘর আছে। সেই রান্না ঘরে ফ্রিজ আছে। শুধুমাত্র তার রান্নাবান্নার জন্য একটি টিম সেখানে কাজ করছে। একজন মহিলা নার্স সার্বক্ষণিক আছেন। প্রতিদিন কারারক্ষীদের পক্ষ থেকে সকাল-বিকাল একজন চিকিৎসক তার স্বাস্থ্যপরীক্ষা করেন। তার ব্যক্তিগত চিকিৎসকও কিছুদিন পর পর তার স্বাস্থ্য পরীক্ষা করেন। আর তিনি ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যে সমস্ত ওষুধ কারাগারে যাওয়ার আগে সেবন করতেন সেই ওষুধগুলোই তার ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করে চলেছেন বলেও জানান হাছান মাহমুদ। তিনি আরো বলেন, খালেদা জিয়া কিন্তু রাজবন্দী নন। তিনি হচ্ছেন দুর্নীতির দায়ে শাস্তিপ্রাপ্ত একজন লোক। যেখানে কোনো রাজবন্দীরাও এই সুযোগ পায়নি, সেখানে তিনি তার ব্যক্তিগত গৃহপরিচারিকা ফাতেমাকে সঙ্গে রাখার সুযোগ পেয়েছেন। তাই রিজভী আহমেদ যে সমস্ত অভিযোগ উত্থাপন করেছেন। তার ব্যক্তিগত চিকিৎসকও এই সমস্ত অভিযোগ উপস্থাপন করে নাই। রিজভী আহমেদরা অনেক বড় ডাক্তার হয়ে গেছে বলে দাবি করেন। বেগম জিয়াকে নাকি পোকামাকড়ে কামড়াচ্ছে বিএনপি নেতা রিজভীর এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, সেখানে তাকে অত্যন্ত পরিপাটি একটি রুমে রাখা হয়েছে এবং সেখানে পোকামাকড় তো প্রশ্নই আসে না। সেই রুম সবসময় পরিপাটি করে রাখা হয়। এখন কারো মাথায় উকুন হলে সেটা যদি বিএনপি পোকামাকড় বলে? তাহলে আমাদের করার কিছু নাই। কারো মাথার উকুন পরীক্ষা করে ফেলে দেয়ার দায়িত্ব নিশ্চয়ই কারা কর্তৃপক্ষ বা ডাক্তারের নয়। রিজভী আহমেদ সেটিই বুঝাতে চেয়েছেন কি না, জানি না? সম্প্রতি কানাডার আদালতে বিএনপির সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করার বিষয়টি তুলে ধরে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতে জ্বালাও পোড়াও আগুন সন্ত্রাসের প্রসঙ্গও তুলে ধরেন তিনি। এবিষয়ে তিনি বলেন, প্রকৃতপক্ষে বিএনপির বর্তমান রাজনীতি হচ্ছে তাদের সুস্থ চেয়ারপারসনকে কিভাবে জনগণের সামনে অসুস্থ বানানো যায়। তাকে অসুস্থ হিসেবে জনগণের সামনে উপস্থাপন করে তারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। অন্যদিকে তারা তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসেনি। তারা কৌশল পরিবর্তন করেছে মাত্র। যেকোনো সময় তারা আবার আগের রূপে আবির্ভূত হতে পারে। তিনি বলেন, যে সংগঠনটি আন্তর্জাতিকভাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত হয়েছে। সেই সংগঠনটি এই ধরনের মিথ্যা অভিযোগ সকাল-বিকাল তুলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। জনগণকে বিভ্রান্ত করে কোনো লাভ হবে না। জনগণকে তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এ অবস্থা থেকে বিএনপিকে পরিত্রাণ পেতে হলে জনগণের জন্য রাজনীতি করতে হবে। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের জন্য রাজনীতি করলে জনসম্পৃক্ততা তাদের কখনো হবে না বলেও উল্লেখ করেন তিনি। স্থানীয় সরকার নির্বাচনে সংসদ সদস্যদের প্রচারণার বিষয়ে এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, এই আচরণবিধিটা বৈষম্যমূলক ছিল। এখনো পুরো বৈষম্য কাটেনি। তবে এখন সেই বৈষম্যটা কিছুটা কাটবে। সংবাদ সম্মেলনে আরো  উপস্থিত ছিলেন দলের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য মারুফা আক্তার পপি, প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটু প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status