বাংলারজমিন

ভোলায় ধর্ষণের ঘটনায় চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ

ভোলা প্রতিনিধি

২৫ মে ২০১৮, শুক্রবার, ১০:০৪ পূর্বাহ্ন

ভোলার চরফ্যাশনে ১২ বছরের শিশুকন্যাকে ধর্ষণের ঘটনায় চেয়ারম্যান ও ধর্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে আদালত। গতকাল ধর্ষকের বিরুদ্ধে ভিকটিমের বাবা বাদী হয়ে মামলা দায়ের করলে আদালত চেয়ারম্যান আলমগীর হাওলাদারসহ সকল আসামিদের বিরুদ্ধে ভোলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারক মো. আতোয়ার রহমান ব্যবস্থা  গ্রহণের নির্দেশ দেন । আদালত সূত্রে জানা যায়, চরফ্যাশনের নীলকমল ইউনিয়নের ৬ মাসের অন্তঃসত্ত্বা শিশুকন্যার ধর্ষককে বাঁচাতে  একের পর এক নাটক করছেন ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হাওলাদার। বিয়ের নাটক সাজিয়ে ৬ মাস ধরে ১২ বছরের ভিকটিমকে আটকিয়ে রেখে ধর্ষণের আলামত নষ্টের চেষ্টা করেছেন ওই চেয়ারম্যান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status