খেলা

ম্যারাডোনার নাইজেরিয়া ভীতি

স্পোর্টস ডেস্ক

২৫ মে ২০১৮, শুক্রবার, ৯:৪৩ পূর্বাহ্ন

২০১৪ বিশ্বকাপের গ্রুপ পর্বে নাইজেরিয়ার বিপক্ষে ৩-২ গোলের কষ্টার্জিত জয় পায় আর্জেন্টিনা। এবারের আসরেও দুই দল পড়েছে একই গ্রুপে। রাশিয়ায় সুপার ঈগলদের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছেন স্বয়ং দিয়েগো ম্যারাডোনা। আর্জেন্টিনার এই দলটার ওপর আস্থা রাখতে পারছেন না ৮৬’র বিশ্বকাপ নায়ক। আইসল্যান্ড ও ক্রোয়েশিয়াকেও হুমকি মানেন ম্যারাডোনা। এক সাক্ষাৎকারে বলেন, ‘আর্জেন্টিনাকে নিয়ে আমি অনেক সন্দিহান। আশা করছি প্রথম রাউন্ড ভালোভাবে পার করতে পারবো। কিন্তু নাইজেরিয়ার পাশাপাশি আইসল্যান্ড ও ক্রোয়েশিয়াকে মোকাবিলা করা মোটেও সহজ হবে না। এই দলটার কোনো অভিজ্ঞতা নেই, কোনো নেতা নেই, ম্যাচ নিয়ে নেই কোনো পরিকল্পনা...মনে হচ্ছে আমাদের অর্জিত মর্যাদা হারাতে যাচ্ছি।’ গত বছর আলবিসেলেস্তেদের কোচ হওয়ার পর থেকেই হোর্হে সাম্পাওলির সমালোচনা করে আসছেন ম্যারাডোনা। বিশ্বকাপে সাম্পাওলি দলকে ২-৩-৩-২ ফর্মেশনে খেলাতে পারেন এমন খবরে চটেছেন আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর। এ নিয়ে ক্ষুব্ধ ম্যারাডোনা বলেন, ‘শুনেছি তিনি আর্জেন্টিনাকে ২-৩-৩-২ ফর্মেশনে খেলাতে চান। এটা হাস্যকর। ১৯৩০ সালে এই পদ্ধতিতে খেলা হতো।’ মস্কোতে আগামী ১৬ই জুন নবাগত আইসল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশনে নামবে দুইবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। পাঁচদিন পর ক্রোয়েশিয়া ম্যাচ। ২৬শে জুন গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নাইজেরিয়ার মুখোমুখি হবে গতবারের রানার্সআপরা। ব্রাজিল বিশ্বকাপে নাইজেরিয়ার বিপক্ষে জোড়া গোল করে জয় এনে দিয়েছিলেন লিওনেল মেসি। দক্ষিণ আফ্রিকায় ২০১০’র বিশ্বকাপে নাইজেরিয়ার বিপক্ষে ১-০ গোলে জয় দেখে আর্জেন্টিনা। আর যুক্তরাষ্ট্রে ১৯৯৪’র বিশ্বকাপে অধিনায়ক ম্যারাডোনার আর্জেন্টিনা নাইজেরিয়ার বিপক্ষে লড়াই শেষে দেখে ২-১ গোলে জয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status