খেলা

টিম স্পিরিটই বড় শক্তি মোহামেডানের

স্পোর্টস রিপোর্টার

২৫ মে ২০১৮, শুক্রবার, ৯:৪৩ পূর্বাহ্ন

কোচ মওদুদুর রহমান শুভর সেলফিতে মোহামেডানের খেলোয়াড়রা

আগের ম্যাচে হার মেনেছিল চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী। পরের ম্যাচে মোহামেডানের ‘শিকার’ মেরিনার ইয়াংস ক্লাব। প্রিমিয়ার হকি লীগের বর্তমান চ্যাম্পিয়নদের ৩-১ গোলে হারিয়ে সাদা-কালোরা এখন এককভাবে শীর্ষে। সাধারণ মানের দল গড়েও পয়েন্ট টেবিলের শীর্ষে উঠার পেছনে টিম স্পিরিট বড় ভূমিকা রাখছে বলে মনে করেন দলটির ম্যানেজার আরিফুল হক প্রিন্স। তরুণ কোচ মওদুদুর রহমান শুভর মতে খেলোয়াড়দের দলের প্রতি কমিনটমেন্টের কারণে এমন রেজাল্ট পাচ্ছে মোহামেডান।  
খেলোয়াড়ি ক্যারিয়ার শেষ করে বিকেএসপিতে কোচিং করাচ্ছেন শুভ। প্রেষণে ছুটি মেলায় মোহামেডানের মতো দলের কোচ হলেন তিনি। প্রথমবার কোচ হয়ে তার লক্ষ্য চূড়ায়, ‘প্রথমবার মোহামেডানের দায়িত্ব নিয়েছি। শিরোপা জিততে চাই। চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর পর মেরিনার্সকে হারিয়ে সে লক্ষ্যে এগুচ্ছেন বলে মনে করেন শুভ। এর কৃতিত্ব পুরোটাই তিনি দিতে চান খেলোয়াড়দের। ‘আমার দলে এই মুহূর্তে জিমি ছাড়া কেউ জাতীয় দলের নেই। কিন্তু যারা খেলছেন তারা বর্তমান জাতীয় দলের তারকাদের চেয়ে অনেক ভালো করছে। বিশেষ করে দলের চার সিনিয়র খেলোয়াড় জিমি, রানা, পিন্টু, ও জাহিদ প্রমাণ করেছে তারা এখনো ফুরিয়ে যায়নি’- বলেন তরুণ এই কোচ। বর্তমান জাতীয় দলের ৮ খেলোয়াড় মেরিনার্স ও আবাহনীতে আছেন নয় জন। বিদেশি কালেকশনও দল দুটির খারাপ না। মেরিনার্সে বিদেশি কোটায় আছেন দুই মিশরীয়। আছেন এক মালয়েশিয়ান ও এক ভারতীয়। আবাহনীতে দুই জন করে মালয়েশিয়া ও ভারতের খেলোয়াড় আছেন। এদের টপকে মোহামেডান শীর্ষে উঠার পেছনের কারণ হিসেবে দলটির ম্যানেজার আরিফুল হক প্রিন্স বলেন, মোহামেডানে যারা খেলছে তারা টাকার জন্য নয়, এখানে খেলছেন ক্লাবকে ভালোবেসে। চার বিদেশির কথা উল্লেখ করে সাবেক এই জাতীয় দলের তারকা বলেন, এমনিতে দেরিতে দল বদলের মাঠে নামাতে ভালো লোকার পায়নি। টার্গেট ছিল ভালো বিদেশি এনে সেই ঘাটতি পূরণ করবো। কিন্তু পাকিস্তানি খেলোয়াড় আনতে না পারায় হতাশ হয়ে পরেছিলাম। সেখানে আমাকে সাহায্য করেছে আমার বন্ধু ভারতীয় জাতীয় দলের সাবেক খেলোয়াড় গগন দ্বীপ সিং। ওই আমাকে অরবিন্দর সিং, শামসের সিংয়, গুরজিন্দর সিং ও পুনায়াকে পাঠায়। এই চার বিদেশি এখন পর্যন্ত দারুণ খেলেছে। তাদের অসাধারণ পারফরমেন্সের কারণেই আমরা এখন লীগের শীর্ষে। জিমি-পিন্টুদের পারফরমেন্সের কথা উল্লেখ করে প্রিন্স বলেন, আমার দলের অনেক খেলোয়াড় আছেন। যাদের আমরা কোনো পেমেন্ট করতে পারি নাই। কিন্তু তারা ক্লাবকে ভালোবেসে শতভাগ দিয়ে যাচ্ছে। বিশেষ করে সদ্য জাতীয় দল থেকে বাদ পরা পিন্টু, রানা জাহিদ। ওরা নিজেদের প্রমাণ করেছে ওরা ফুরিয়ে যায়নি। এই পারফরমেন্সের ধারাবাহিকতা বজায় থাকলে এবারের লীগে মোহামেডানই চ্যাম্পিয়ন হবে। উল্লেখ্য,  লীগে ১০ ম্যাচের সবকটিতে জিতে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে মোহামেডান। সমান ম্যাচে মেরিনার্সের পয়েন্ট ২৭। এক ম্যাচ কম খেলা আবাহনীর পয়েন্ট ২৪। মেরিনার্সের খেলা বাকি আবাহনীর সঙ্গে,  মোহামেডানের বাংলাদেশ স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status