অনলাইন

চোখ বাঁধা অবস্থায় উদ্ধার হলেন নিখোঁজ ছাত্রদল নেতা

স্টাফ রিপোর্টার

২৪ মে ২০১৮, বৃহস্পতিবার, ৮:৫১ পূর্বাহ্ন

নিখোঁজ ছাত্রদল নেতা ফয়সাল আহমেদ সজলকে চোঁখ বাঁধা অবস্থায় রাজধানীর রামপুরা ব্রিজ এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী জানান, সজলের সন্ধানের বিষয়টি প্রথমে অজ্ঞাত একজন শরিয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণকে ফোনে জানান। পরে কিরণ আমাকে জানায়। এর আগে বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ বলেন, সজলকে গত দুইদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাই তাকে তুলে নিয়ে গেছে বলে তার সহকর্মীরা আশঙ্কা করছে। আমাদেরও বিশ্বাস এভাবে তুলে নিয়ে যাওয়ার সংস্কৃতি আওয়ামী আইনশৃঙ্খলা বাহিনীর।
ফয়সাল আহমেদ সজল জগন্নাথ বিশ্বদ্যিালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি। গত মঙ্গলবার থেকে সজল নিখোঁজ বলে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিলো। সজলের পরিবারের লোকজন জানান, তার নিখোঁজের পর গতকাল বুধবার সজলের স্ত্রী, বোন ও ভগ্নিপতি খিলগাও থানায় জিডি করতে গেলে পুলিশ জিডি না নিয়ে তাদের বলে, ‘আপাতত জিডি দরকার নেই। দেখি কি করা যায়। আপনারা খুঁজতে থাকেন, আমরাও খুঁজি’।

[আলীম]
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status