বিনোদন

তথ্য মন্ত্রণালয়ে চলচ্চিত্র বিষয়ক মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার

২৫ মে ২০১৮, শুক্রবার, ৮:৩২ পূর্বাহ্ন

দেশীয় চলচ্চিত্র শিল্প দীর্ঘদিন যাবৎ নানান সংকটের মধ্য দিয়ে দিন পার করছে। সংকট কাটাতে এরইমধ্যে সরকার নিয়েছেন নানান উদ্যোগ। তথ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় নানা সংকটে জর্জরিত চলচ্চিত্র শিল্প নিয়ে সম্ভাবনার আভাস দেখছেন চলচ্চিত্র পরিবারের আহ্বায়ক চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক। বুধবার বিকালে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে তথ্যসচিব আবদুল মালেকের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় চলচ্চিত্রের প্রিয় মুখ ফারুকের সঙ্গে আরো উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও চলচ্চিত্র) মো. আজহারুল হক, চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক আমীর হোসেন, চিত্রনায়িকা রোজিনা, চলচ্চিত্র পরিচালক মুশফিকুর রহমান গুলজার, চলচ্চিত্র পরিচালক খোরশেদ আলম খসরু, পরিচালক বদিউল আলম খোকন, জেড এইচ মিন্টু, আবু মূসা দেবু, অভিনেতা জায়েদ খানসহ আরো অনেকে। সভার পর চিত্রনায়ক ফারুক জানান, চলচ্চিত্র শিল্পের বেশকিছু সমস্যা নিয়ে তথ্যসচিবের সঙ্গে কথা বলেছি আমরা। আমরা চাই, দেশে বড় বড় উৎসবগুলোতে ভিনদেশি ছবি রিলিজ না দিয়ে দেশীয় ছবি রিলিজ দেয়া হোক। পাশাপাশি এফডিসির প্রজেক্টর, সাউন্ড ও স্ক্রিনসহ নানাবিধ সমস্যাগুলোর সমাধান করা হোক। মন্ত্রণালয় থেকে আমাদের বলেছে, কোনো আশ্বাস নয়, কাজে বিশ্বাস করি আমরা। সবমিলিয়ে তাদের বক্তব্যে আমি সম্ভাবনাই দেখছি। আরো জানা যায়, সভায় শিল্পীদের সঙ্গে আলাপকালে তথ্যসচিব বলেন, হলগুলোতে সিনেমা পাঠানোর জন্য চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের সার্ভার থেকে ডিজিটাল পদ্ধতি প্রয়োগ করলে পাইরেসিও কমিয়ে আনা সম্ভব। চলচ্চিত্র অঙ্গনের উন্নয়নে সংশ্লিষ্ট সবার পরামর্শ সাদরে গৃহীত হবে। দর্শকদের হলমুখী করতে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী পদক্ষেপ নিয়ে আলোচনায় চলচ্চিত্র পাইরেসি বা বেআইনি নকল সিডি প্রতিরোধে আইন প্রণয়ন, সিনেমা হলে ই-টিকিট প্রবর্তন, আমদানি-রপ্তানি ও যৌথ প্রযোজনায় কঠোরভাবে নীতি অনুসরণসহ নানান বিষয় আলোচনায় স্থান পায় এ সভায়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status