খেলা

বিশ্বকাপের আগে পগবার ওমরা পালন

স্পোর্টস ডেস্ক

২৪ মে ২০১৮, বৃহস্পতিবার, ১২:৫৮ অপরাহ্ন

আর ক’দির পরেই রাশিয়ায় শুরু হবে ২১তম বিশ্বকাপের আসর। তার আগেই পবিত্র ওমরা পালন করেছেন পল পগবা। বিশ্বের সমগ্র মুসলমানদের সবচেয়ে পবিত্র নগরী মক্কা ভ্রমণ করেছেন ফ্রান্স জাতীয় দলের এই তারকা ফুটবলার। সেখান থেকে একটি ভিডিও নিজের ইন্সটাগ্রামে পোস্ট করেছেন এ মিডফিল্ডার। পবিত্র রমজান মাসে করা এই ভিডিওতে ম্যানইউ মিডফিল্ডার বলেন, নিজের আমল ঠিক রাখার জন্যই মানুষ এখানে আসেন। এটি একটি চমৎকার জায়গা। সুন্দর সুন্দর সুন্দর- আর এর অনুভূতি আমি বুঝিয়ে বলতে পারবো না। ১৯৯৮’র শিরোপাজয়ী ফ্রান্স রাশিয়া বিশ্বকাপে ‘সি’ গ্রুপে অংশ নিচ্ছে। গ্রুপের বাকি দলগুলো হচ্ছে অস্ট্রেলিয়া, পেরু ও ডেনমার্ক। আগামী ১৬ই জুন কাজানে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ফরাসিরা। পেরুর বিপক্ষে ২১ জুন নামবে ২০০৬ বিশ্বকাপের ফাইনালিস্টরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী ২৪ই জুন ডেনমার্কের বিপক্ষে নামবে এবারের বিশ্বকাপের অন্যতম ফেবারটি এ দলটি। জাতীয় দলের জার্সিতে এই পর্যন্ত ৫১ ম্যাচে ৯ গোল করেছেন আলজেরিয়ান বংশদ্ভোত পগবা। আর ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে ৫৭ ম্যাচে ১১ গোল করেছেন। গত সপ্তাহে বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে পগবা বলেছিলেন, সম্পূর্ণ মনসংযোগ নিয়ে তার ফরাসি খেলোয়াড়দের বিশ্বকাপে যাওয়া উচিত। সেটি কৌশলগত দক্ষতার চেয়ে বেশি কার্যকর হবে। এদিকে এবারের মৌসুমে রেড ডেভিলসদের হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ৩৭ ম্যাচে ৬ গোল করেছেন। এছাড় অ্যাসিস্ট ১২ গোলে অ্যাসিস্ট করেছেন পগবা। এরআগেও গত বছরের পবিত্র রমজান মাসে ওমরা পালন করেন তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status