প্রথম পাতা

মন্ত্রীদের বেতন ১০ ভাগ কমালেন মাহাথির

মানবজমিন ডেস্ক

২৪ মে ২০১৮, বৃহস্পতিবার, ১০:০৬ পূর্বাহ্ন

মন্ত্রীদের বেতন-ভাতা ১০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। ইতিমধ্যেই এ সংক্রান্ত একটি প্রস্তাব পাস করেছে দেশটির মন্ত্রিসভা। বুধবার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। এ খবর 
দিয়েছে স্টার অনলাইন।
খবরে বলা হয়, মালেশিয়ায় অর্থনৈতিক সংকট মোকাবিলার জন্য মন্ত্রীদের বেতনভাতা কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। বুধবার নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দেশের অর্থনৈতিক দুরবস্থা নিয়ে আলোচনা করা হয়। বর্তমানে মালয়েশিয়ার মোট ঋণের পরিমাণ ৩৩৮.৩ বিলিয়ন ডলার। অর্থনীতি আরো সমৃদ্ধ করার জন্য মন্ত্রীরা সরকারের ব্যয় কমানোর পক্ষে মত দেন। এরই পরিপ্রেক্ষিতে মন্ত্রীদের বেতন ১০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে মাহাথির মোহাম্মদ বলেন, আমরা দেশের অর্থনৈতিক সংকটের বিষয়ে উদ্বিগ্ন। এজন্য মন্ত্রীদের বেতন ১০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছি। তিনি বলেন, আমাদের মোট ঋণ ১ ট্রিলিয়ন রিঙ্গিত (৩৩৮.৩ বিলিয়ন ডলার)। আমরা এই ঋণ কমানোর উপায় খুঁজছি। এই ঋণের পরিমাণ ছোট করার চেষ্টা করছি। আগের মেয়াদে প্রধানমন্ত্রী থাকা অবস্থায়ও মন্ত্রীদের বেতন কমিয়েছিলেন মাহাথির। সে বিষয়ে তিনি বলেন, ১৯৮১ সালে যখন আমি প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছিলাম, প্রথমেই মন্ত্রী ও জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের বেতনভাতা কমিয়ে দিয়েছিলাম। তবে এবার সরকারি কর্মকর্তাদের বেতন কমানো হবে কি না সে বিষয়ে জিজ্ঞাসা করা হলে মাহাথির বলেন, আমরা দেখেছি, জ্যেষ্ঠ কর্মকর্তাদের বেতন মন্ত্রীদের চেয়েও বেশি। এখন তারা সরকারের খরচ কমিয়ে দেশ পরিচালনায় সহায়তা করবে কি না, এটা তাদের ব্যাপার।
উল্লেখ্য, মালেশিয়ার পার্লামেন্টের ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী ২২ হাজার ৮২৭ রিঙ্গিত, উপপ্রধানমন্ত্রী ১৮ হাজার ১৬৮ রিঙ্গিত, মন্ত্রী ১৪ হাজার ৯০৭ রিঙ্গিত ও প্রতিমন্ত্রী ১০ হাজার ৮৪৮ রিঙ্গিত বেতনভাতা পান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status