দেশ বিদেশ

মাদক সম্রাট সংসদেই আছে- এরশাদ

স্টাফ রিপোর্টার

২৪ মে ২০১৮, বৃহস্পতিবার, ৯:৫১ পূর্বাহ্ন


মাদক নির্মূলে ‘বন্দুকযুদ্ধের’ কঠোর সমালোচনা করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, মাদক নির্মূলের নামে যাদের হত্যা করা হচ্ছে তারা কারা আমরা জানি না। মাদক সম্রাট তো সংসদেই আছে। তাদের বিচারের মাধ্যমে ফাঁসিতে ঝোলান। গতকাল রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইডিইবি) মিলনায়তনে জাতীয় পার্টি আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় এ কথা বলেন তিনি। এরশাদ বলেন, এভাবে বিনা বিচারে মানুষ হত্যা করতে পারেন না। কোথাও এর নজির নেই। বিশ্ব এটা মেনে নেবে না। প্রত্যেক নাগরিকেরই সাংবিধানিকভাবে বিচার পাওয়ার অধিকার আছে। মাদক নির্মূলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বহাল রেখে আগামী জাতীয় সংসদ অধিবেশনে আইন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান এরশাদ। অসহনীয় যানজট প্রসঙ্গে হুসেইন মুহাম্মদ এরশাদ বলেন, যানজটের কারণে প্রতিদিন ৫১ লাখ কর্মঘণ্টা অপব্যয় হচ্ছে। দেশ হাজার হাজার কোটি টাকার ক্ষতির সম্মুখীন হচ্ছে। এ থেকে পরিত্রাণ পেতে হলে বিকেন্দ্রীকরণ করতে হবে। প্রাদেশিক শাসনব্যবস্থা কায়েম করতে হবে। তিনি আরো বলেন, জাতীয় পার্টি ক্ষমতায় এলে এগুলো বাস্তবায়ন করে ঢাকাকে যানজটমুক্ত করবো। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য ওদন- জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, দলটির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী এমপি প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status