বিশ্বজমিন

কর্ণাটকে কুমার স্বামীর শপথে বিরোধী জোটের মহড়া

কলকাতা প্রতিনিধি

২৩ মে ২০১৮, বুধবার, ৭:৪৪ পূর্বাহ্ন

ভারতের সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার পুত্র এইচ ডি কুমার স্বামী বুধবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহন করেছেন। তবে এই শপথ গ্রহন অনুষ্ঠানে প্রকৃত পক্ষে বিরোধী জোটের মহড়াই অনুষ্ঠিত হয়েছে। কর্নাটকের ইতিহাসে এক মাইলফলক বলেই মনে করছেন রাজনৈতক ওয়াকিবহাল মহল। একটিমাত্র বিধানসভার ভোটকে কেন্দ্র করে আগামী লোকসভা ভোটের লড়াইয়ের এমন প্রস্তুতি আগে কখনও দেখা যায় নি। বিজিপি বিরোধী জোটের প্রস্তুতিই সারা দেশের অবিজেপি নেতা জড়ো হয়েছিলেন কর্ণঅটকের মুখ্যমন্ত্রী শপথ অনুষ্ঠানে। রাজনৈতিক বিশেষজ্ঞ উপেন্দ্র বাসুকির কথায়, ‘শুধু কর্নাটক কেন? সম্প্রতি কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীর শপথে গোটা দেশ থেকে বিরোধীদের এমন মহাসম্মেলন কি দেখতে পেয়েছেন? আর এ তো শুধু আমন্ত্রিত অতিথি হিসেবে আসা নয়। বিজেপি-বিরোধী শক্তিকে একমঞ্চে ঝালিয়ে নেওয়ার একটা প্রদর্শনীও বটে। যা ঘটছে রাহুল গাঁধীর নেতৃত্বে।’ আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো সাফ জানিয়ে দিযেছেন, ‘হম সে যো টকরায়েগা, চুর-চুর হো যায়েগা।’ বুধবার তখন বেলা সাড বেলা সাড়ে চারটার সামান্য পরে কর্নাটক বিধানসভা ভবনে ‘নিরপেক্ষ ভাবে’ মুখ্যমন্ত্রী পদের কার্যভার পালনের অঙ্গীকার করেছেন এইচ ডি কুমারস্বামী। আর এই সময় অতিথিদের আসনে দেখা গেছে দেশের ডাকসাইটে সব বিজেপি বিরোধী নেতা-নেত্রীদের। সনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, সীতারাম ইয়েচুরি, অরবিন্দ কেজরীবাল, চন্দ্রবাবু নাইডু, মায়াবতী, অখিলেশ যাদব, তেজস্বী যাদব এবং আরও অনেকে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status