অনলাইন

মাদকবিরোধী অভিযান

ক্রসফায়ারে নয়, আইনের মাধ্যমেই সমাধান করতে হবে

স্টাফ রিপোর্টার

২৩ মে ২০১৮, বুধবার, ৫:০০ পূর্বাহ্ন

ক্রসফায়ার দিয়ে নয় বরং আইনের মাধ্যমেই মাদক সমস্যার সমাধান করতে হবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি মাদকবিরোধী অভিযান চায় তবে সেটা অরাজনৈতিক হতে হবে।
আজ বুধবার সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকার নিজ বাসভবনে মির্জা ফখরুল এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মাদকবিরোধী অভিযানে সরকার যেভাবে এটাকে প্রয়োগ করছে এ ব্যাপারে এরই মধ্যে সিভিল সোসাইটিতে, রাজনীতিক মহলে এবং দেশের মানুষের মধ্যে কিছু কিছু প্রশ্ন সৃষ্টি হয়েছে। এমন একটা সময়কে বেছে নেওয়া হয়েছে যে সময়টা আগামী নির্বাচন আছে সামনে, দ্বিতীয়ত হচ্ছে- এটা হচ্ছে সরকারের শেষ বছর।
সরকার বিরোধীপক্ষকে নির্মূল করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, বিএনপিও মাদকবিরোধী অভিযান চায় তবে সেটা অরাজনৈতিক হতে হবে। আইনের আওতায় এনে অভিযুক্তদের শাস্তি দেওয়ার দাবি জানান মির্জা ফখরুল।
তিনি আরো বলেন, বিভিন্ন জায়গায় অল্প দিনের মধ্যে প্রায় ৩০ জনকে এই ক্রসফায়ারের নামে হত্যা করা হয়েছে। আজকে সারা বাংলাদেশে এইটা নিয়ে একদিকে যেমন একটা প্যানিক তৈরি হয়েছে অন্যদিকে এটার উদ্দেশ্যটা কী?
জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়াকে কারাগারে রেখে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে না। তাঁকে মিথ্যা, সাজানো মামলা দিয়ে আটক করে রাখা হয়েছে। সরকার তাঁকে জামিন দিতে গড়িমসি করছে।’
এ সরকারকে জনবিচ্ছিন্ন সরকার আখ্যা দিয়ে মির্জা ফখরুল বলেন, দেশে গণতন্ত্র নেই। সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে চলছে বলে অভিযোগ করেন তিনি। আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন বিষয়ে মির্জা ফখরুল বলেন, গাজীপুরের পুলিশ সুপার আওয়ামী লীগের মানুষ হিসেবে পরিচিত। তাঁকে বহাল রেখে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। আলোচনার সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status