শেষের পাতা

‘ইলিয়াস আলীর বাসায় গভীর রাতে পুলিশ’

স্টাফ রিপোর্টার

২৩ মে ২০১৮, বুধবার, ৯:৪৫ পূর্বাহ্ন

সোমবার গভীর রাতে বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর বাসায় ঢোকার চেষ্টা করেছে গোয়েন্দা পুলিশের একটি দল। ইলিয়াস আলীর স্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা এ অভিযোগ করেছেন। তিনি বলেন, সোমবার
রাত ৩টার দিকে গোয়েন্দা পুলিশের একটি দল তাদের বাসা ‘সিলেট হাউজে’র নিচে গিয়ে নিরাপত্তাকর্মীকে ফটক খুলতে বলে। কিন্তু নিরাপত্তা কর্মী ফটক না খোলায় তারা প্রায় দেড় ঘণ্টা গেটের সামনে অবস্থান করে পরে চলে যায়।

এ ব্যাপারে গোয়েন্দা পুলিশের তরফে গণমাধ্যমে কোনো বক্তব্য আসেনি। অন্যদিকে বনানী থানার পরিদর্শক বোরহান উদ্দিন সাংবাদিকদের জানান, বিষয়টি তাদের জানা নেই। মঙ্গলবার ভোরে তাহসিনা রুশদীর লুনা মানবজমিনকে বলেন, গোয়েন্দা পুলিশ এসে গেট খুলে দিতে দারোয়ানকে প্রচণ্ড চাপ দেয়। কিন্তু দারোয়ান গেট খোলেনি। তাদের কথামতো বাড়ির গেট না খোলায় দারোয়ানকে দেখে নেয়ার হুমকি দিয়েছে ডিবি পুলিশ। এ সময় কয়েক দফা তারা গেট ভাঙারও চেষ্টা করেন। এ সময় ডিবির লোকেরা ল্যাপটপ এনে দারোয়ানকে কি যেন দেখানোরও চেষ্টা করেন। লুনা বলেন, আমি ঘটনা আঁচ করতে পেরে আর্তচিৎকার শুরু করলে ফটকের বাইরে অবস্থান নেয়া ডিবির সদস্যরা ভোর সাড়ে ৪টার দিকে চলে যায়। লুনা বলেন, পুলিশের এমন আচরণে আমি উদ্বিগ্ন ও উৎকণ্ঠিত। আমি আমার ছোট মেয়েকে নিয়ে বাসায় ছিলাম। প্রচণ্ড ভয়ের মধ্যে রাত কাটাতে হয়েছে। উল্লেখ্য, ২০১২ সালের ১৭ই এপ্রিল রাতে রাজধানীর মহাখালী থেকে গাড়িচালকসহ নিখোঁজ হন বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী। তার গাড়ি বাসার কাছেই খালি অবস্থায় পাওয়া যায়। তবে সেই থেকে এখন পর্যন্ত ইলিয়াস আলী নিখোঁজের কারণ রহস্যাবৃতই রয়ে গেছে।

অবশ্য ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনসার আলীকে ফিরে পেতে তাদের পরিবারের সদস্য ও স্বজনেরা এখনো অপেক্ষার প্রহর গুনছেন। ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদি লুনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা। ইলিয়াস দম্পতির দুই ছেলে আবরার ইলিয়াস ও লাবিব সারার বর্তমানে যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে এবং একমাত্র মেয়ে সাইয়ারা নাওয়াল রাজধানীর একটি স্কুলে নবম শ্রেণিতে অধ্যয়নরত রয়েছেন। এদিকে ইলিয়াস আলীর বাসায় গভীর রাতে পুলিশের তল্লাশি চেষ্টার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ প্রতিবাদ জানান। রিজভী বলেন, এ পবিত্র মাহে রমজানেও পোশাকে এবং সাদা পোশাকে পুলিশ তল্লাশির নামে বিএনপি নেতাকর্মীদের হয়রানি করছে। প্রতিদিন কোথাও না কোথাও বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের হয়রানি, গ্রেপ্তার কিংবা জেল গেটে গ্রেপ্তার চলছেই। গত সোমবার সেহরির কিছুক্ষণ আগে বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলীর রাজধানীর বনানীর বাসায় ডিবি পরিচয়ে পুলিশ তল্লাশির নামে তাণ্ডব চালায়। জোরে জোরে দরজায় ধাক্কা দিয়ে ইলিয়াস আলীর অসুস্থ স্ত্রীকে দরজা খোলার জন্য বলে। আতঙ্কিত হয়ে ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা আমাকেসহ বিএনপির নেতৃবৃন্দকে ফোনে আকুতি জানাতে থাকে। পরে গণমাধ্যমের উপস্থিতিতে ডিবি পুলিশ পরিচয়ে ইলিয়াস আলীর বাসার বাইরে অবস্থান নেয়া ব্যক্তিরা চলে যায়। বিরোধী দলের মধ্যে ভীতিকর পরিস্থিতি তৈরির জন্যই এ ঘটনা ঘটানো হয়েছে। আমি সরকারি সাদা পোশাকধারী বাহিনীর কাপুরুষোচিত সন্ত্রাসী ভূমিকার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status