খেলা

ব্রাজিলের বিশ্বকাপ মিশন শুরু

স্পোর্টস ডেস্ক

২৩ মে ২০১৮, বুধবার, ৯:৩৫ পূর্বাহ্ন

পুরোদমে শুরু হয়ে গেছে ব্রাজিলের বিশ্বকাপ মিশন। গত সোমবার রিও ডি জেনিরোর টেরেসোপোলিসে অবস্থিত গ্রানজা কোমারি অনুশীলন কমপ্লেক্সে একত্রিত হয় ব্রাজিল দল। হেলিকপ্টারযোগে উপস্থিত হন নেইমার। সঙ্গে ছিলেন ডগলাস কস্তা, রেনাতো অগাস্টো ও থিয়াগো সিলভা। প্রথম ধাপে ছিল খেলোয়াড়দের মেডিকেল পরীক্ষা। কোচ তিতের অধীনে এখান থেকেই বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি নেবে সেলেকাওরা। নেইমারের শতভাগ ফিটনেস পর্যালোচনা করছে কোচিং স্টাফ। গত সপ্তাহে প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) বল নিয়ে অনুশীলন করেন নেইমার। পায়ের ইনজুরির কারণে গত ফেব্রুয়ারির পর থেকে প্রতিযোগিতামূলক ম্যাচের বাইরে তিনি। এরই মধ্যে বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন তিতে। ইউরোপের শীর্ষ লীগগুলোর মৌসুম শেষ হয়েছে। ২৭শে মে’র ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফাইনাল শেষে ব্রাজিল দলে যোগ দেবেন রিয়াল মাদ্রিদের মার্সেলো, ক্যাসেমিরো ও লিভারপুলের রবার্তো ফিরমিনো। দলটির কো-অর্ডিনেটর এডু গাসপার জানিয়েছেন, শুধু নেইমারকে নিয়েই ভাবছেন না তারা। তিনি বলেন, ‘আমরা শুধু নেইমারকে নিয়েই ভাবছি না। তিতের যোগাযোগ পরিকল্পনা সবার কথা চিন্তা করেই করা হয়েছে। শুধু নেইমার নয়।’ আগামী রোববার সেলেকাওরা লন্ডনে যাবে একটি প্রস্তুতি ম্যাচ খেলার জন্য। আগামী ৩রা জুন লিভারপুলের অ্যানফিল্ডে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে তিতের শিষ্যরা। ১০ই জুন ভিয়েনায় নেইমারদের আতিথ্য দেবে স্বাগতিক অস্ট্রিয়া। গ্রুপপর্বে পাঁচবারের চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড, কোস্টারিকা ও সার্বিয়া। ১৭ই জুন সুইজারল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশনে নামবে সবার আগে বাছাইপর্ব পার করা ব্রাজিল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status