বাংলারজমিন

কেন্দুয়ায় ছাত্রলীগ নেতাকর্মীর হাতে কলেজশিক্ষক লাঞ্ছিত

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

২৩ মে ২০১৮, বুধবার, ৯:৩২ পূর্বাহ্ন

কেন্দুয়া ডিগ্রি কলেজে নকলের সুযোগ না দেয়ায় বাংলা বিভাগের প্রভাষক আব্দুল কাদের নয়নকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় ছয় ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে কেন্দুয়া থানায় মামলা করা হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে কলেজের একাদশ শ্রেণির বর্ষ সমাপনী পরীক্ষা চলাকালীন সময়ে এ ঘটনা ঘটার পর ওইদিন বিকালে কলেজের অধ্যক্ষ উত্তম কুমার কর বাদী হয়ে ছাত্রলীগ নেতা আপেল মাহমুদকে প্রধান আসামি করে ৬ জনের নাম উল্লেখ করে কেন্দুয়া থানায় মামলা করেছেন। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরো ৮/১০ জনকে । মামলার বিবরণে জানা যায়, কেন্দুয়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির বর্ষ সমাপনী পরীক্ষায় সোমবার বাংলা বিষয়ে পরীক্ষা চলছিল। এ সময় ৫নং কক্ষে দায়িত্বে থাকা বাংলা প্রভাষক আব্দুল কাদের নয়নকে নকলের সুযোগ দেয়ার জন্য কলেজ ছাত্রলীগ শিক্ষার্থীরা চাপ প্রয়োগ করে। এ অন্যায় আবদারে শিক্ষক নয়ন রাজি না হওয়ায় হামলাকারী শিক্ষার্থীরা পরীক্ষার ৫নং কক্ষের আসবাবপত্র ভাঙচুর করে কলেজে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করলে পরীক্ষার্থীরা ভয়ে ছোটাছুটি করে নিরাপদ আশ্রয় খুঁজে। এই ফাঁকে শিক্ষকের কাছ থেকে প্রশ্ন ও পরীক্ষার খাতা ছিনিয়ে নেয়ার সময় বাধা দিলে শিক্ষক আব্দুল কাদের নয়নকে বেধড়ক মারপিট করে হামলাকারী শিক্ষার্থীরা। পরে হামলাকারী শিক্ষার্থীরা কলেজ প্রাঙ্গণে অস্ত্রের মহড়া দেয় এবং শিক্ষকদের খুন করে গুম করার হুমকি দেয় বলেও অভিযোগে উল্লেখ করেছেন বাদী। এ ঘটনার পর সোমবারের পরীক্ষা স্থগিত রাখে কলেজ কর্তৃপক্ষ। এ দিকে হামলার ঘটনার পর পরেই কলেজ স্টাফরা জরুরি বৈঠকে বসেন। বৈঠকে হামলাকারী উচ্ছৃঙ্খল শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলাসহ কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। পরে বিকালে কলেজের অধ্যক্ষ উত্তম কুমার কর বাদী হয়ে ছাত্রলীগ নেতা আপেল মাহমুদকে প্রধান আসামি করে ছয় জনের নাম উল্লেখসহ ৮/১০ জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা করেন। মামলার পর পুলিশ আসামিদের ধরতে এলাকায় দফায় দফায় অভিযান চালিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ নেতা আপেল মাহমুদ জানায়, শিক্ষার্থীদের কাছে কলেজের মাসিক বেতনসহ অন্যান্য পাওনা টাকা কিছু কমানোর জন্য আমরা দাবি করে আসলেও কলেজ কর্তৃপক্ষ কোনো কর্ণপাত করেনি। পরীক্ষা শুরুর আগে এ নিয়ে স্যারদের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে। কেন্দুয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ উত্তম কুমার কর জানান, নকলের সুযোগ না দেয়া ছাত্রলীগ নেতা আপেল মাহমুদসহ ১০/১৫ মিলে ৫ নং হলের দায়িত্বে শিক্ষক আব্দুল কাদের নয়নকে মারপিট করে পরীক্ষার খাতা ও প্রশ্ন চিনিয়ে নিয়ে গেছে। হামলাকারী শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগত কয়েকজন যুবক ছিল বলে জানান তিনি।
এ ব্যাপারে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ ইমারত হোসেন গাজী বলেন, এটি একটি নিন্দনীয় ঘটনা মামলা রুজু হওয়ার সঙ্গে সঙ্গে আসামিদের ধরতে সম্ভাব্য স্থানে কয়েক দফায় অভিযান চালানো হয়েছে এবং অভিযান অব্যাহত আছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status