বাংলারজমিন

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় সরাইলে পৃথক সংঘর্ষে আহত ৩৫

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

২৩ মে ২০১৮, বুধবার, ৯:৩১ পূর্বাহ্ন

গতকাল ভোরে উপজেলার নোয়াগাঁও গ্রামে ও স্কুলছাত্রীকে ইভটিজিং করার প্রতিবাদ করাকে কেন্দ্র করে সরাইলে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। ছাত্রীর পক্ষের লোকজন ঘটনাটিকে ইভটিজিং ও অপহরণের চেষ্টা বললেও ছেলের পক্ষের দাবি এটা দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের জের। গত রাতে উপজেলা সদরের বিকাল বাজার এলাকায় হালুয়া পাড়া ও কুট্রাপাড়া গ্রামের কিছু লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। দফায় দফায় সরাইলের সংঘর্ষে উভয় পক্ষের ২৫ জন ও নোয়াগাঁওয়ে ১০ জন আহত হয়েছে। পুলিশ, মার্কেটের ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল ভোরে নোয়াগাঁও গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সরকারি রাস্তায় মাটি ফেলানোর ঘটনাকে কেন্দ্র করে জেলা পরিষদ সদস্য পায়েল হোসেন মৃধা ও তার চাচাত ভাই হান্নান মৃধার লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়েছে। আধা ঘণ্টাস্থায়ী এ সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে সরাইল বিকাল বাজার হাজি সুপার মার্কেটের দাদিমা ফ্যাশন গ্যালারিতে কেনাকাটার জন্য আসে সদর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রী। এ সময় হালুয়া পাড়া গ্রামের হুমায়ুন মিয়ার ছেলে মো. আরমান মিয়া (২৩) ওই ছাত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করে। ছাত্রী তার সঙ্গে কথা বলেনি। পরে ছাত্রীর হাত থেকে মুঠোফোন সেটটি নিয়ে নেয়ার চেষ্টা করে
আরমান। এতে দু’জনের মধ্যে ধস্তাধস্তির একপর্যায়ে আরমান ছাত্রীর গালে থাপ্পড় মারে। মার্কেটের ব্যবসায়ীরা এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে আরমানকে আটকের পর মারধর করে। ওইদিন সন্ধ্যার পর আরমান মিয়া ২০-২৫ জন যুবককে নিয়ে এসে মার্কেটে প্রবেশ করে তপুর দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে। তপুকে দোকান থেকে ধরে এনে মারধর করে। তপুর বাড়ি কুট্রাপাড়া গ্রামে। এ ঘটনায় গোটা মার্কেটে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। রাত ৯টার দিকে উভয়পক্ষের লোকজন অন্নদা স্কুল মোড়ে সড়কের উপর সংঘর্ষে লিপ্ত হয়। তখন সরাইল বিকাল বাজার শাহী জামে মসজিদসহ আশপাশের কয়েকটি মসজিদে তারাবির নামাজ আদাায়রত দেড়-দুই সহস্রাধিক মুসল্লির মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
উভয়পক্ষের মধ্যে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। রাত ১০টার দিকে সরাইল থানা পুলিশ ১২ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এক ঘণ্টা স্থায়ী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছে। আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আশেপাশের প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status