এক্সক্লুসিভ

রাজীবের ভাইদের কোটি টাকা ক্ষতিপূরণের আদেশ স্থগিত

স্টাফ রিপোর্টার

২৩ মে ২০১৮, বুধবার, ৯:০৯ পূর্বাহ্ন

রাজধানীর কাওরানবাজারে বিআরটিসি ও স্বজন পরিবহনের দুই বাসের রেষারেষিতে প্রথমে হাত পড়ে প্রাণ হারানো তিতুমীর কলেজের ছাত্র রাজীব হাসানের দুই ভাইকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের  আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে আপিল বিভাগ  হাইকোর্টকে একটি  নিরপেক্ষ কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন। ওই দুর্ঘটনার জন্য কে দায়ী তা চিহ্নিত করে আগামী ৩০শে জুনের মধ্যে প্রতিবেদন জমা দেবে কমিটি। আর কমিটি যে  প্রতিবেদন দেবে, তা মূল্যায়ন করে রাজীবের দুই ভাইয়ের জন্য ক্ষতিপূরণ নির্ধারণ করে দিতে হাইকোর্টকে নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। বিআরটিসি ও স্বজন পরিবহনের করা আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল এসব আদেশ দেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত সর্বোচ্চ আদালত। এর আগে সোমবার এ বিষয়ে শুনানি শেষ হয়। আদালতে বিআরটিসির পক্ষে শুনানি করেন আইনজীবী এবিএম বায়েজিদ। সঙ্গে ছিলেন আইনজীবী মো. মুনীরুজ্জামান। স্বজন পরিবহনের পক্ষে শুনানিতে ছিলেন আবদুল মতিন খসরু ও পঙ্কজ কুমার কুণ্ডু। অন্যদিকে ক্ষতিপূরণের জন্য আবেদনকারী আইনজীবী রুহুল কুদ্দুস কাজল শুনানি করেন।
এর আগে রাজীবের দুই ভাইয়ের পক্ষে আইনজীবী রুহুল কুদ্দুস কাজলের করা এক অন্তর্বর্তীকালীন আবেদনের শুনানি নিয়ে গত ৮ই মে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রাজীবের দুই ভাইকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বিআরটিসি ও স্বজন পরিবহনের মালিকদের নির্দেশ দেন। ক্ষতিপূরণের এক কোটি টাকার মধ্যে ২৫ লাখ করে ৫০ লাখ টাকা এক মাসের মধ্যে পরিশোধের জন্য দুই পরিবহনের মালিককে নির্দেশ দেয়া হয় আদেশে। আর টাকা  জমা দেওয়ার বিষয়ে আগামী ২৫শে জুনের মধ্যে আদালতকে লিখিতভাবে জানাতে হবে। পরে ২৫ লাখ টাকা ক্ষতিপূরণের আদেশ স্থগিত  চেয়ে বিআরটিসি সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আবেদন করে। ১৩ই মে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।
গত ৩রা এপ্রিল কাওরানবাজারে বিআরটিসি ও স্বজন পরিবহনের দুই বাসের রেষারেষিতে বিআরটিসির বাসের যাত্রী তিতুমীর কলেজের ছাত্র রাজীবের ডান হাত কনুইয়ের ওপর  থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া মাথায়ও আঘাত পান তিনি। গুরুতর আহত অবস্থায় রাজীবকে পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে সেখানকার চিকিৎসকরা অনেক চেষ্টা করেও তার বিচ্ছিন্ন হাত জোড়া লাগাতে পারেননি। পরে রাজীবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ১৪ দিন চিকিৎসাধীন থাকার পর গত ১৭ই এপ্রিল রাতে মৃত্যুবরণ করেন রাজীব। ওই দুর্ঘটনার পর ক্ষতিপূরণ চেয়ে গত ৪ঠা এপ্রিল হাইকোর্টে একটি রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। রিটের শুনানি নিয়ে রাজীবের চিকিৎসা ব্যয় বিআরটিসি ও স্বজন পরিবহনকে বহন করতে নির্দেশ দেয়ার পাশাপাশি রুল জারি করেন হাইকোর্ট। যাত্রীদের চলাচলে বিদ্যমান আইন কঠোরভাবে কার্যকরের নির্দেশ কেন দেওয়া হবে না এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তিরোধে প্রয়োজনে আইন সংশোধন ও  নতুন করে বিধিমালা প্রণয়নের নির্দেশ কেন দেওয়া হবে না- তা জানতে চাওয়া হয় রুলে। পরে রাজীবের মৃত্যুর পর তার ভাইদের পক্ষে ক্ষতিপূরণ চেয়ে অন্তর্বর্তীকালীন আবেদন করেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status