বাংলারজমিন

নাঙ্গলকোট পরিসংখ্যান অফিস কর্মকর্তা কর্মচারী শূন্য

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি

২৩ মে ২০১৮, বুধবার, ৯:০৪ পূর্বাহ্ন

নাঙ্গলকোট উপজেলা পরিসংখ্যান অফিস গত ২রা মে থেকে কর্মকর্তা-কর্মচারী শূন্য রয়েছে। পরিসংখ্যান অফিসে কর্মকর্তা-কর্মচারী শূন্য থাকায় এলাকাবাসী সেবা নিতে এসে ফিরে যাচ্ছেন। একজন জুনিয়র পরিসংখ্যান সহকারী দীর্ঘদিন থেকে দায়িত্ব পালন করলেও গত ২রা মে থেকে অবসর উত্তর ছুটিতে যাওয়ায় বর্তমানে পরিসংখ্যান অফিস কর্মকর্তা-কর্মচারী শূন্য রয়েছে। বর্তমানে জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালকের মৌখিক নির্দেশে অবসর উত্তর ছুটিতে যাওয়া জুনিয়র পরিসংখ্যান সহকারী জয়নাল আবেদীন মাঝে-মাঝে অফিসে এসে দায়িত্ব পালন করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলা পরিসংখ্যান অফিসে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা, একজন পরিসংখ্যান সহকারী, দুইজন জুনিয়র পরিসংখ্যান সহকারী এবং একজন চেইনম্যানের পদ থাকলেও ২০১১ সাল থেকে একজন জুনিয়র পরিসংখ্যান সহকারী এবং একজন চেইনম্যান নামমাত্র দায়িত্ব পালন করেন। গত ১৫ বছর যাবৎ উপজেলা পরিসংখ্যান কর্মকর্তার পদ শূন্য রয়েছে। বিভিন্ন উপজেলার পরিসংখ্যান কর্মকর্তারা মাঝে-মাঝে অতিরিক্ত দায়িত্ব পালন করেন। ২০১১ সাল থেকে অধিকাংশ সময় জুনিয়র পরিসংখ্যান সহকারী জয়নাল আবেদীন একাই দায়িত্ব পালন করেন। নামমাত্র একজন চেইনম্যান থাকলেও দীর্ঘদিন অসুস্থতাজনিত কারণে সে গত নভেম্বরে স্বেচ্ছায় অবসরে চলে যান। জানা যায়, জেলার ১৬টি উপজেলার মধ্যে গত ৫ মাস পূর্বে চৌদ্দগ্রাম, সদর দক্ষিণ, চান্দিনা, ব্রাক্ষণপাড়া এবং দাউদকান্দি উপজেলায় পাঁচজন পরিসংখ্যান কর্মকর্তা যোগদান করেন। অবশিষ্ট ১১টি উপজেলায় অতিরিক্ত দায়িত্বে রয়েছেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক। উপজেলা পরিসংখ্যান অফিসের মাধ্যমে উপজেলার জনসাধারণ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের জনসংখ্যা  সনদপত্র, নব গঠিত ইউনিয়ন পরিষদের জন্ম নিবন্ধনের সনদপত্র, জিও কোড, জনসংখ্যার তথ্য, আয়তন, মৌজা কোড, উপজেলার মৌলিক তথ্যাবলি, ফসল কর্তনের তথ্যাবলি, কৃষি মজুরির হার, প্রধান ফসলের মূল্য উৎপাদন খরচ জরিপ, বাৎসরিক মৎস্য উৎপাদান, বন জরিপ, ভূমি ব্যবহার ও পরিসংখ্যান তথ্যাবলি জানতে চায়। কিন্তু পরিসংখ্যান অফিস কর্মকর্তা-কর্মচারী শূন্য থাকায় এলাকাবাসীর পক্ষে এসব তথ্য জানা সম্ভব হচ্ছে না। এ ছাড়া প্রশাসনিকভাবেও বিভিন্ন তথ্য জানা সম্ভব হচ্ছে না। নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার দাউদ হোসেন চৌধুরী বলেন- গতকাল সোমবার মাধ্যমিক শিক্ষা অফিস থেকে একটি তথ্য জানতে চাওয়া হলেও কর্মকর্তা-কর্মচারী না থাকায় লিখিতভাবে তথ্য দেয়া সম্ভব হয়নি। এতে করে প্রশাসনিক কাজে ব্যাঘাত ঘটছে। তিনি আরো জানান, অতিরিক্ত কাউকে দায়িত্ব প্রদান করা হলে প্রশাসনিক কাজ পরিচালনা করা সম্ভব হবে। জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মোস্তফা আশরাফুজ্জামান বলেন- অন্য কোনো উপজেলা থেকে কাউকে দায়িত্ব দেয়া হবে এ ধরনের কোনো উপায় নেই। ইতিমধ্যে মুক্তিযোদ্ধা কোটায় পরিসংখ্যান তদন্তকারী এবং জুনিয়র পরিসংখ্যান সহকারী পদে লোক নিয়োগ দেয়া হয়েছে। ঢাকায় তাদের প্রশিক্ষণ চলছে। আশা করছি আগামী সপ্তাহের মধ্যে একজনকে পদায়ন করা সম্ভব হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status