দেশ বিদেশ

ডিএনসিসির প্যানেলভুক্ত মেয়রের গাবতলী পশুরহাট পরিদর্শন

স্টাফ রিপোর্টার

২২ মে ২০১৮, মঙ্গলবার, ৯:৫৬ পূর্বাহ্ন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্যানেলভুক্ত মেয়র মো. জামাল মোস্তফা গাবতলী পশুর হাট পরিদর্শন করেন। মাংসের মূল্য স্থিতিশীল রাখার উদ্দেশ্যে পশু হাটের ইজারাদাররা যাতে অতিরিক্ত হাসিল আদায় করতে না পারেন তা মনিটরিং করার জন্য এ পরিদর্শন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় সর্বমোট ৩১৫ জন তালিকাভুক্ত মাংস ব্যবসায়ী রয়েছেন। তার পরিদর্শনকালে ইজারাদার ও গরু ব্যবসায়ী সমিতি নেতারা মাংস ব্যবসায়ীদের সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন। উল্লেখ্য, বর্তমানে যেকোনো আকৃতির প্রতিটি মহিষ, গরু, ছাগল ও ভেড়ার হাসিল যথাক্রমে ১৫০, ১০০ ও ৫০ টাকা। মাংস ব্যবসায়ী ব্যতীত অন্যদের ক্ষেত্রে এ হাসিলের পরিমাণ প্রতিটি পশুর বিক্রয়মূল্যের শতকরা সাড়ে ৩ ভাগ। এর আগে গত ১৪ই মে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়রের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রতি কেজি দেশি গরুর মাংস ৪৫০ টাকা, বিদেশি গরুর মাংস ৪২০ টাকা, মহিষের মাংস ৪২০ টাকা, খাসির মাংস ৭২০ টাকা এবং ভেড়া ও বকরি ৬০০ টাকা নির্ধারণ করা হয়। যা ঢাকা উত্তর সিটি করপোরেশনের ক্ষেত্রেও প্রযোজ্য। পশুরহাট পরিদর্শনকালে প্যানেলভুক্ত মেয়রের সঙ্গে ছিলেন ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. আমিনুল ইসলাম এবং গাবতলী পশুহাটের ইজারাদার লুৎফর রহমানের পুত্র রাকিব ও গরু ব্যবসায়ী সমিতির সভাপতি মজিবুর রহমান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status