দেশ বিদেশ

শেখ রাসেল মিনি স্টেডিয়াম প্রকল্প পরিদর্শনে সংসদীয় সাব-কমিটি

সংসদ রিপোর্টার

২২ মে ২০১৮, মঙ্গলবার, ৯:৪০ পূর্বাহ্ন

শেখ রাসেল উপজেলা মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের আওতাধীন উপজেলাসমূহের মধ্যে হবিগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার কয়েকটি উপজেলায় নির্মাণাধীন মিনি স্টেডিয়ামসমূহের নির্মাণকাজ পরিদর্শন করেছে সংসদীয় সাব কমিটি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২নং সাব-কমিটির আহ্বায়ক নাহিম রাজ্জাকের নেতৃত্বে সদস্যরা রোববার এসব ঘুরে দেখেন। এ সময় সাব-কমিটির সদস্য এএম নাইমুর রহমান এবং আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী উপস্থিত ছিলেন। হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা সদরের অবস্থিত নির্মাণাধীন শেখ রাসেল মিনি স্টেডিয়াম পরিদর্শন শেষে কমিটি কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন তারা। মাঠের যে জায়গায় মাটি ভরাট করা প্রয়োজন সেখানে মাটি ভরাট করে মিনি স্টেডিয়ামটি নির্মাণ দ্রুত সমাপ্ত করার তাগিদ দেয়া হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় মহাসড়ক সংলগ্ন শেখ রাসেল মিনি স্টেডিয়ামটির মিনি প্যাভিলিয়ন স্থান নির্বাচন করে কমিটি এবং স্থানীয় প্রশাসনের সহায়তায় সমস্যা সমাধান করে অতি দ্রুত মিনি স্টেডিয়ামটির নির্মাণকাজ সমাপ্ত করার সুপারিশ করা হয়। এ সময় কমিটি আহ্বায়ক নাহিম রাজ্জাক বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত এ প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে দেশের সবকটি উপজেলায় মানসম্মত মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। ভবিষ্যৎ প্রজন্ম গঠন এবং তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে মুক্ত করার জন্য খেলাধুলায় উৎসাহিত করার বিকল্প নেই। তৃণমূল পর্যায় থেকে দেশের মেধাবি খেলোয়াড়দের উৎসাহ দিয়ে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে খেলার যোগ্যতা অর্জনে এই মিনি স্টেডিয়াম ভূমিকা পালন করতে পারে। এর আগে গত ১৯শে মে মানিকগঞ্জ জেলার জেলার ঘিওড় উপজেলার মাইলাগীতে অবস্থিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামটির নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করে সংসদীয় সাব কমিটি। পরিদর্শনের সময় শেখ রাসেল উপজেলা মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালকসহ জাতীয় সংসদের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status