দেশ বিদেশ

‘বন্দুকযুদ্ধে’ আইন ও সালিশ কেন্দ্রের উদ্বেগ

স্টাফ রিপোর্টার

২২ মে ২০১৮, মঙ্গলবার, ৯:৩৯ পূর্বাহ্ন

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পুলিশের সঙ্গে সাম্প্রতিক সময়ে বন্দুকযুদ্ধে বেশ কয়েকজন ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিন্দা ও উদ্বেগের কথা জানিয়েছে আসক। সংবাদ বিজ্ঞপ্তিতে গত ছয় দিনে বন্দুকযুদ্ধে ১৮ এবং চলতি বছরের শুরু থেকে গতকাল পর্যন্ত ১০২ জন নিহত হয়েছেন বলে উল্লেখ করা হয়। আসক জানিয়েছে, বিভিন্ন গণমাধ্যম থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সংস্থাটি জানতে পেরেছে, সম্প্রতি সরকার মাদকের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করেছে। যার অংশ হিসেবে মে মাসের শুরু থেকে র‌্যাব ও পুলিশের যৌথবাহিনী সারা দেশে মাদকবিরোধী অভিযান চালাচ্ছে। এ অভিযানে ১৫ই মে পর্যন্ত মাদক ব্যবসায় জড়িত ও মাদক সেবন করছে মর্মে ২ হাজার ৩০০ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। আসক আরো জানিয়েছে, গণমাধ্যমের তথ্য অনুযায়ী গত ৬ দিনে র‌্যাব-পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে ১৮ জন, যাদের অধিকাংশ মাদক ব্যবসায়ী বা মাদক গ্রহণ করে বলে জানানো হয়েছে। আসক কর্তৃক সংগৃহীত পরিসংখ্যান অনুযায়ী, এ বছরের জানুয়ারি থেকে ২১শে মে পর্যন্ত ১০২ জন বন্দুকযুদ্ধে নিহত হয়েছে যা অত্যন্ত উদ্বেগজনক। সংবাদ বিজ্ঞপ্তিতে আসক বলে, আমরা মাদকের মতো ভয়াবহ ব্যাধি প্রতিরোধে সরকারের কঠোর অবস্থানকে স্বাগত জানাই। কিন্তু বাস্তবায়ন করতে গিয়ে সরকারের গৃহীত পদক্ষেপসমূহ যাতে কোনোভাবে বিদ্যমান আইন ও মানবাধিকারের নীতিমালায় ব্যত্যয় না ঘটায় সে ব্যাপারেও অত্যন্ত সতর্ক দৃষ্টি রাখা প্রয়োজন। আমরা চাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও সে অনুযায়ী নির্দেশনা প্রদান করা হোক।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status