খেলা

শুধুই কোচ নিয়োগের জন্য গ্যারি কারস্টেন!

স্পোর্টস রিপোর্টার

২২ মে ২০১৮, মঙ্গলবার, ৯:৩৮ পূর্বাহ্ন

বাংলাদেশ ক্রিকেটে প্রধান কোচের ভাগ্য খুব একটা ভালো নয়। টাইগারদের সঙ্গে কাজ করা বেশির ভাগ কোচের বিদায় হয়েছে তিক্ততায়। সেই তালিকায় গর্ডন গ্রিনিজ দিয়ে শুরু আর শেষ চন্ডিকা হাথুরুসিংহে। এ বছরের শুরুতেই শ্রীলঙ্কান হাথুরুসিংহে চলে যাওয়ার পর বাংলাদেশের কোচ খোঁজা শুরু হয়। যা এখনো চলছে। বেশ কয়েকটি নাম প্রধান কোচ হিসেবে এরই মধ্যে শোনা গেছে। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট কিংবদন্তি গ্যারি কারস্টেনকেও কোচ হিসেবে চেয়েছিল বিসিবি। কিন্তু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকায় লম্বা সময় কাজ করতে আগ্রহ দেখাননি তিনি। তবে কথা দিয়েছিলেন কাজ করবেন বাংলাদেশ দলের পরামর্শক হয়ে। বিসিবিও তাকে চেয়েছিল হেড অব কোচিং স্টাফ হিসেবে। কিন্তু রোববার ঢাকায় আসার আগেই তিনি মত পাল্টে ফেলেছেন। আইপিএল শেষ করে বিসিবিকে জানিয়ে দিয়েছেন তার অপারগতার কথা। তিনি এখন টাইগারদের সঙ্গে থাকবেন শুধুই কোচ নিয়োগ পর্যন্ত। এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘বিশ্বকাপ পর্যন্ত কাজ করবে আমাদের এমন একটা পরিকল্পনা ছিল তাকে নিয়ে। উনি প্রাথমিকভাবে সম্মতিও দিয়েছিলেন কিন্তু পরবর্তীতে বিভিন্ন কমিটমেন্টের কথা বিবেচনা করে উনি জানিয়েছেন যে এ মুহূর্তে কোচ নিয়োগ প্রক্রিয়া পর্যন্ত কাজ করবেন।’
রোববার রাতে ঢাকায় এসে গ্যারি কারস্টেন অবস্থান করছেন রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে। সেখানেই গতকাল সকালে তিনি দেখা করেছেন বাংলাদেশ দলের তিন সিনিয়র ক্রিকেটার ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল ও মুশফিকুর রহীমের সঙ্গে। এ ছাড়াও ভারতে বসেই তিনি কথা বলেছেন টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে। ক্রিকেটারদের সঙ্গে ছাড়াও তিনি বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও আলোচনা করবেন বলে জানিয়েছেন বিসিবির সিইও। তিনি বলেন, ‘ওর যার যার সঙ্গে কথা বলার প্রয়োজন হবে বলবে। এরই মধ্যে ভারতে সাকিবের সঙ্গেও কথা বলেছেন। আমাদের সঙ্গেও বলবেন। আমরা তাকে একটি সংক্ষিপ্ত কোচের তালিকা দিয়েছি। তিনি তাদের সঙ্গেও কথা বলেছেন।’
কোচ নিয়োগ প্রক্রিয়া শেষ হতেই বিসিবির সঙ্গে গ্যারি কারস্টেনের কাজ শেষ হয়ে যাবে। তাই প্রশ্ন উঠেছে শুধু কোচ নিয়োগে কেন তিনি? এ বিষয়ে সিইও বলেন, ‘শুধু যে কোচ নিয়োগ করবেন তাও নয়। সামনেই বিশ্বকাপ। তিনি আমাদের ক্রিকেটের নানা উন্নয়নের জন্য তার বিশেষজ্ঞ মতামত দিবেন। তার কিছু পরামর্শ নিয়েও কাজ করবো। এ ছাড়াও তিনি যদি সুযোগ পান বা আমাদের সঙ্গে তার শর্ত মিলে তাহলে হয়তো পরে কাজ করতেও পারেন। তবে আপাতত কোচ নিয়োগই তার প্রধান কাজ।’ অন্যদিকে কবে নাগাদ বাংলাদেশ দল কোচ পেতে পারে তা নিয়ে সুজন বলেন, ‘আমরা চেষ্টা করবো ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেই কোচ পেতে। কোচ নিয়ে আমাদের ঠিক করা নাম, তথ্য-উপাত্ত তাকে পাঠিয়েছি। বাংলাদেশে এসে কাজ করছেন। খেলোয়াড়দের সঙ্গে কথা বলছেন। ভারতে যখন ছিলেন তখন বিভিন্ন কোচের সঙ্গে যোগাযোগ রেখেছেন। অ্যানালাইসিস সম্পন্ন হওয়ার পর আমরা হয়ত টেলিকনফারেন্স করে সম্ভাব্য কোচের সঙ্গে কথা বলব।’
গ্যারি তার তিনদিনের সফরে বিসিবি কর্মকর্তা, নির্বাচক ও কয়েকজন ক্রিকেটারের সঙ্গেও কথা বলবেন। এ ছাড়াও কোচ নির্বাচনে বিসিবির সংক্ষিপ্ত তালিকা ও নিজের তালিকা মিলিয়ে চূড়ান্ত করবেন বাংলাদেশের হেড কোচ। সেই প্রস্তাব দিয়েই তিনি চলে যাবেন দেশে। এরপর বিসিবি সিদ্ধান্ত নিবেন কোচ নিয়োগের বিষয়ে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status