খেলা

সক্রিয় রুশ অসাধু হোটেল ব্যবসায়ীরা

স্পোর্টস ডেস্ক

২২ মে ২০১৮, মঙ্গলবার, ৯:৩৭ পূর্বাহ্ন

বিশ্বকাপ আসর ঘিরে স্বাভাবিকভাবেই ফুটবলপ্রেমীদের আনাগোনা বাড়বে রাশিয়াতে। আর এই সুযোগে অবৈধ মুনাফা হাসিল করার উদ্দেশ্যে ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে কিছু অসাধুচক্র। বিভিন্ন দেশের ফুটবল সমর্থকদের ধোঁকা দিয়ে তাদের হোটেলের উঠানোর পাঁয়তারা করছে অসাধু হোটেল মালিকরা। এজন্য তারা বাছাই করে নিয়েছে ভ্রম বিষয়ক অনলাইন রিভিউ প্রতিষ্ঠান ‘ট্রিপএডভাইজর’কে। ‘ট্রিপএডভাইজর’ হলো পৃথিবীর অন্যতম সেরা ভ্রমণবিষয়ক অনলাইন রিভিউ প্রতিষ্ঠান। মানুষ দেশ-বিদেশে ভ্রমণের ক্ষেত্রে সকল তথ্য মূলত এখান থেকেই নিয়ে থাকে। আর রাশিয়ার মুনাফালোভী হোটেল মালিকদের সাহায্য করে যাচ্ছে কিছু ফ্রিল্যান্সিং সংস্থা। অচেনা পর্যটকদের ধোঁকা দিয়ে নিম্নমানের হোটেলের চাকচিক্যময় সব ছবি আর হোটেলের সুযোগ-সুবিধার কথা তারা প্রচার করে যাচ্ছে। এমন অভিযোগ স্বীকারও করে নিয়েছে ‘বেকন’ নামক ফ্রিল্যান্সিং এক প্রতিষ্ঠান। বেকন এজেন্সির মুখপাত্র সংবাদমাধ্যমকে বলেন, ‘ট্রিপএডভাইজর’-এর মাধ্যমে বিদেশ থেকে আসা অনেক ফুটবল সমর্থক এবার ধোঁকার মুখে পড়বে। মাত্র ৩৫ হাজার রুবল (৫৭০ ডলার) এর বিনিময়ে আমরা তাদের উৎসাহিত করছি আমাদের সঙ্গে চুক্তি করার জন্য। মূলত, আমরা তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে চুক্তি করে থাকি। হোটেল মালিক বা ফ্রিল্যান্সারদের মধ্যে কখনো সরাসরি চুক্তি হয় না।’ ‘ট্রিপএডভাইজর’ অবশ্য এসব জানার পর রীতিমতো ক্ষুব্ধ। তারা বলেছে, আমাদের তদন্তকারী সদস্যরা এসব বিষয় খুব ভালোভাবে খতিয়ে দেখছে। যারা টাকার বিনিময়ে এরকম অসাধু কাজ করে যাচ্ছে তাদের ধরতে তারা তৎপর আছে। আসলে অনেক বড় একটি চক্র এর জন্য দায়ী। রাশিয়ায় ১১ শহরের পৃথক ১২টি ভেন্যুতে বসবে এবারের বিশ্বকাপ আসর। আগামী ১৪ই জুন রাশিয়া-সৌদি আরব ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের আসরের।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status