খেলা

আবাহনীকে প্রথম হারের স্বাদ দিলো মোহামেডান

স্পোর্টস রিপোর্টার

২২ মে ২০১৮, মঙ্গলবার, ৯:৩৭ পূর্বাহ্ন

বছর দু’য়েক আগেও মাহবুব হারুনের অধীনে আবাহনী ও জাতীয় দলে খেলেছেন মওদুদুর রহমান শুভ। খেলোয়াড়ি ক্যারিয়ার শেষ করে বিকেএসপিতে কোচিং করাচ্ছেন শুভ। প্রেষণে ছুটি মেলায় মোহামেডানের দায়িত্বে তিনি। যথারীতি আবাহনীর ডাগআউটে মাহবুব হারুন। গতকাল আবাহনী-মোহামেডানের লড়াইয়ে প্রথমবার মুখোমুখি হন এরা দু’জন গুরু-শিষ্যের এ লড়াইয়ে লীগে প্রথম হারের স্বাদ পেলো গুরু মাহবুব হারুনের আবাহনী। এদিন মোহামেডানের নবম জয়টি এসেছে ২-১ এ গোলে।। লীগে মোহামেডান ছাড়া নয় ম্যাচে অপরাজিত আছে মেরিনার ইয়াংস।
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে গতকাল ম্যাচের ২২তম মিনিটে প্রথম পেনাল্টি কর্নার পায় মোহামেডান। শামসের সিংয়ের পুশ কামরুজ্জামান রানা স্টপ করার পর জিমি তালগোল পাকিয়ে ঠিকঠাক শটই নিতে পারেননি। ২৪তম মিনিটে দ্বিতীয় পিসিতেও তালগোল পাকিয়েছিল মোহামেডান। কিন্তু পরে ইমরান হোসেন পিন্টুর জোরালো হিট ঠিকানা খুঁজে পেলে এগিয়ে যায় দলটি। প্রথমার্ধের শেষদিকে পাওয়া পেনাল্টি কাজে লাগাতে পারেনি আবাহনী। তাজউদ্দিন আহমেদের পুশ সারোয়ার হোসেন স্টপ করার পর আশরাফুল ইসলামের হিট লক্ষ্যভ্রষ্ট হয়। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে শামসের পুশ রানা স্টপ করার পর অরবিন্দর সিংয়ের হিট লক্ষ্যভ্রষ্ট হলে ব্যবধান দ্বিগুণ হয়নি। গোলমুখ থেকে সারোয়ার ও কৃষ্ণ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হওয়ার পর ৫৫তম মিনিটে সমতার স্বস্তি ফেরে আবাহনী সমর্থকদের মুখে। জটলার মধ্যে থেকে আরশাদ হোসেন সুযোগ সন্ধানী হিটে লক্ষ্যভেদ করেন। শেষদিকে দুটি পিসি পেলেও কাজে লাগাতে পারেনি মোহামেডান। প্রথমবার লীগে এ পর্যন্ত ১৯ গোল করা জিমি এবং পরেরবার রানার লক্ষ্যভ্রষ্ট হলে সুযোগ নষ্ট করেন। জিমি আরেকটি সুযোগ নষ্ট করার পর ৬৯তম মিনিটে জয়সূচক গোল পায় মোহামেডান। শামসের পুশ রানা স্টপ অরবিন্দর সিং লক্ষ্যভেদ করেন। আম্পায়ার অবশ্য গোলটি দিয়েছেন নারেন্দর কুমারকে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status