বিশ্বজমিন

মালয়েশিয়ায় দুর্নীতিবিরোধী টাস্কফোর্স

ফেঁসে যেতে পারেন নাজিব

মানবজমিন ডেস্ক

২২ মে ২০১৮, মঙ্গলবার, ৯:১৯ পূর্বাহ্ন

রাষ্ট্রীয় তহবিল ‘১ মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদ’ (১এমডিবি) দুর্নীতির জন্য জড়িতদের ধরতে বা তাদের বিচার করতে বিশেষ টাস্কফোর্স গঠন করেছে মালয়েশিয়া। এ ঘটনার প্রথম শিকারে পরিণত হতে পারেন দেশটির সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নাজিব রাজাক। কারণ, তার বিরুদ্ধেই এই তহবিল থেকে প্রায় ৭০ কোটি ডলার নিজের ব্যক্তিগত ব্যাংক একাউন্টে স্থানান্তরের অভিযোগ আছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অফিস থেকে বলা হয়েছে, এরই মধ্যে গঠন করা হয়েছে বিশেষ টাস্কফোর্স। তাদের কাজই হবে ১এমডিবি তহবিল আত্মসাৎ বা অনিয়মের কারণে কারো বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন করা যায় কিনা। এই টাস্কফোর্সে থাকবে দুর্নীতি বিরোধী এজেন্সি, পুলিশ ও কেন্দ্রীয় ব্যাংক। তারা চিহ্নিত করবে কে বা কারা রাষ্ট্রীয় তহবিলের অর্থ অন্যখাতে প্রবাহিত করেছিল। উল্লেখ্য, ১এমডিবি তহবিলটি ২০০৯ সালে গঠন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক। তার প্রায় ১০ বছরের শাসনের অবসান হয় গত ৯ই মে’র জাতীয় নির্বাচনে। ওই নির্বাচনে তাকে কুপোকাত করেন ৯২ বছর বয়সে দাঁড়ানো মালয়েশিয়ার সাবেক ও বর্তমান প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। সোমবার মাহাথিরের অফিস থেকে বলা হয়েছে, যে টাস্কফোর্স গঠন করা হয়েছে তা যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, সিঙ্গাপুর, কানাডা ও অন্যান্য সংশ্লিষ্ট দেশে বিভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থার কাছ থেকে সহযোগিতা চাইবে। ২০১৫ সালে ১এমডিবি তহবিল দুর্নীতির তদন্তের আগে যেসব ঊর্ধ্বতন তদন্তকারী কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছিল বা চাকরি থেকে ছাড়া করা হয়েছিল বা একপেশে করে রাখা হয়েছিল তাদেরকে বানানো হয়েছে নতুন টাস্কফোর্সের প্রধান। সংবাদ বিষয়ক ওয়েবসাইট মালয়েশিয়া কিনি সোমবার রিপোর্ট করেছে যে, এই টাস্কফোর্সের একজন সদস্য করা হয়েছে সাবেক অ্যাটর্নি জেনারেল আবদুল গণিকে। তিনি ড. মাহাথিরকে বলেছেন, যখনই নাজিবের বিরুদ্ধে তিনি অভিযোগ প্রস্তুতির পর্যায়ে ছিলেন ঠিক তখনই তাকে বরখাস্ত করেন নাজিব রাজাক। উল্লেখ্য, ড. মাহাথিরের কাছে পরাজিত হওয়ার পর দেশ ছাড়ার চেষ্টা করেন নাজিব। কিন্তু মাহাথির তাতে নিষেধাজ্ঞা দেন। ফলে তিনি এখন অবরুদ্ধ অবস্থায় আছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status