বাংলারজমিন

সরাইল ও কোটচাঁদপুরে ভ্রাম্যমাণ আদালত, জরিমানা

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

২২ মে ২০১৮, মঙ্গলবার, ৯:১৮ পূর্বাহ্ন

সরাইলে ভ্রাম্যমাণ আদালত কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল উপজেলা সদরের বিকাল বাজার ও অন্নদা স্কুল মোড়ে আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইকবাল হোসেন। পচা, ময়লাযুক্ত, দুর্গন্ধ ও মূল্যতালিকা না থাকার কারণে ব্যবসায়ীদের জরিমানা করা হয়েছে। মূল্য তালিকা না থাকায় রমজান আলী ৫ হাজার, মহব্বত আলী ১ হাজার ও শওকত আলীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি জানান, কোটচাঁদপুরে গতকাল ভ্রাম্যমাণ আদালত শহরের বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় অভিযান চালায়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজনীন সুলতানার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত সমতা হোটেলে অভিযান চালিয়ে নোংরা পরিবেশ এবং মূল্য তালিকা না রাখার অপরাধে ৫ হাজার টাকা ও মমতা হোটেলে নোংরা পরিবেশ বিরাজ করায় হোটেল টিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। রমজান মাসে নিয়মিত বাজার তদারকির অংশ হিসাবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status