খেলা

শেষ দল হিসেবে পাঞ্জাবের বিদায়

স্পোর্টস ডেস্ক

২১ মে ২০১৮, সোমবার, ১:২১ পূর্বাহ্ন

প্লে-অফে ওঠার কঠিন সমীকরণ জয় করতে পারেনি কিংস ইলেভেন পাঞ্জাব। গতকাল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ১৫৩ রানে অলআউট হওয়ার পর কমপক্ষে ৫৩ রানে জিততেই হতো। উল্টো আগেই প্লে-অফ নিশ্চিত করা চেন্নাইয়ের কাছে ৫ উইকেটে হেরে যায় পাঞ্জাব। আইপিএলে শেষ দল হিসেবে প্লে-অফের আগে বিদায় নেয় রবিচন্দ্রন অশ্বিনের দল। বাঁচামরার ম্যাচে চেন্নাইয়ের বোলিং তোপে বড় সংগ্রহ আনতে পারেনি পাঞ্জাব। সর্বোচ্চ ৫৪ রান করেন করুন নায়ার। চার ওভারে মাত্র ১০ রান নিয়ে ৪ উইকেট দখল করেন চেন্নাইয়ের দক্ষিণ আফ্রিকান পেসার লুঙ্গি এনগিদি। ৫ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় মহেন্দ্র সিং ধোনির চেন্নাই। সুরেশ রায়না ৬১ ও ধোনি ১৬ রানে অপরাজিত থাকেন। ৩৯ রান আসে দীপক চাহারের ব্যাট থেকে। এর আগে ‘মাস্ট উইন’ ম্যাচে দিনের প্রথম খেলায় দিল্লি ডেয়ারডেভিলসের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় মুম্বই ইন্ডিয়ান্সের। পয়েন্ট তালিকায় ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দরাবাদ। সমান ১৮ পয়েন্টে দ্বিতীয় স্থানে চেন্নাই। ১৬ পয়েন্ট নিয়ে তিনে কলকাতা নাইট রাইডার্স। প্লে-অফের টিকিট পাওয়া চতুর্থ দল রাজস্থান রয়্যালস। পয়েন্ট ১৪। বাদ পড়া মুম্বই, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর ও পাঞ্জাব তিন দলেরই সমান ১২ পয়েন্ট। টুর্নামেন্ট থেকে সবার আগে বিদায় নেয়া দিল্লির পুঁজি পাঁচ জয়ে ১০।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status