দেশ বিদেশ

শ্মশানের জমি দখল

আওয়ামী লীগ নেতাকে ব্যানার টাঙিয়ে ক্ষমা চাওয়ার নির্দেশ

স্টাফ রিপোর্টার

২১ মে ২০১৮, সোমবার, ৯:৪৪ পূর্বাহ্ন

 বগুড়ার শিবগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের শতবর্ষী শ্মশানের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করার অভিযোগে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হককে ভর্ৎসনা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ ঘটনার জন্য ওই শ্মশানের জমিতে ব্যানার টাঙিয়ে স্থানীয় জনগণের কাছে ওই আওয়ামী লীগ নেতাকে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি একেএম সাহিদুল হক’র সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল এ আদেশ দেন। এ ঘটনায় আওয়ামী লীগ নেতার ক্ষমা চাওয়ার ছবি ও প্রতিবেদন আগামী রোববারের (২৭শে মে) মধ্যে হাইকোর্টে এফিডেভিট আকারে উপস্থাপন করতে বলা হয়েছে আদেশে। আর এ বিষয়ে ওইদিন পরবর্তী আদেশের জন্য দিন ধার্য করা হয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে রিটকারী আইনজীবী হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) সভাপতি মনজিল মোরসেদ বিষয়টি নিশ্চিত করেন। আদালতে রিটের পক্ষে মনজিল মোরসেদ নিজেই শুনানি করেন। অন্যদিকে আওয়ামী লীগ নেতা আজিজুল হক’র পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. মজিবুর রহমান ও লায়েকুজ্জামান মোল্লা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এএসএম নাজমুল হক। শ্মশান দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টার অভিযোগে গত ১৩ই মে এক আদেশে আজিজুল হককে হাইকোর্টে হাজির হয়ে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেন আদালত। ঘটনার ব্যাখ্যা দিতে গতকাল নির্ধারিত দিনে হাইকোর্টে হাজির হন তিনি। শুনানির পর এ আদেশ দেন আদালত। আদালত আদেশে জানান, স্থানীয় জনগণের কাছে শ্মশানে ব্যানার টাঙিয়ে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। ব্যানার টাঙিয়ে ক্ষমা চাওয়ার অনুষ্ঠানে ওই শ্মশান কমিটিকে উপস্থিত রাখতে হবে।  
মনজিল মোরসেদ জানান, শ্মশানের জমি দখল সংক্রান্ত পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে জনস্বার্থে এ রিট আবেদন করা হয়। শ্মশানের জমি দখলচেষ্টা ঘটনার সত্যতা স্বীকার করে আদালতে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইলে আদালত ক্ষমা করার বিষয়টি বিবেচনা করবেন বলে জানান। আর যদি অস্বীকার করা হয় তাহলে ওই অভিযোগ তদন্ত ছাড়াই আজিজুল হকের বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা নেয়ার আদেশ দেয়া হবে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল এএসএম নাজমুল হক বলেন, আদালত আজিজুল হককে ভর্ৎসনা করেছেন। একই সঙ্গে স্থানীয় জনগণের কাছে ‘শ্মশানের জায়গা দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করে আমি ভুল করেছি। এ ধরনের কাজ আর কোনোদিন করবো না’- এমন উল্লেখ করে ওই শ্মশানের জমিতে ব্যানার টাঙিয়ে নিঃশর্ত ক্ষমা চাইতে বলেছেন।  
বগুড়ার শিবগঞ্জে শ্মশানের জমি দখল করা নিয়ে ২০১৬ সালের ২৬শে জুন একটি দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন যুক্ত করে এইচআরপিবির পক্ষে হাইকোর্টে রিট আবেদন করা হয়। রিট আবেদনের শুনানি নিয়ে ওই বছরের ৩১শে জুলাই রুল জারি করেন হাইকোর্ট। একই সঙ্গে স্থাপনা নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেন আদালত। পাশাপাশি বিষয়টি তদন্ত করতে জেলা প্রশাসককে নির্দেশ দেয়া হয়। পরে জেলা প্রশাসক বিষয়টি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেন। পরবর্তীতে রুলের ওপর শুনানি নিয়ে গত ১৩ই মে আওয়ামী লীগ নেতা আজিজুল হককে তলব করেন হাইকোর্ট।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status