দেশ বিদেশ

দুর্বৃত্তের ছুুুুরিকাঘাতে চালক খুন

স্টাফ রিপোর্টার

২১ মে ২০১৮, সোমবার, ৯:৪৪ পূর্বাহ্ন

রাজধানীর উত্তরার স্লুুইসগেইট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে রূপচান আলী (৩০) নামে একজন প্রাইভেটকার চালক নিহত হয়েছেন। শনিবার রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহতের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছার জয়রামপুর গ্রামে। পরিবার নিয়ে তিনি উত্তরা ১০ নম্বর সেক্টরের ১ নম্বর রোডের নূর ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন। উত্তরায় একটি ব্যক্তি মালিকানাধীন প্রাইভেট কারের চালক হিসাবে কাজ চাকরি করতেন। পরিবারের অভিযোগ, পূর্ব-শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে।
নিহতের স্ত্রী শিরিনা জানান, পুলিশের মাধ্যমে জানতে পারেন তার স্বামী দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মারা গেছেন। দুই বছর আগে একই এলাকার হাবিব নামে এক মোটর মেকানিকের কাছে ড্রাইভিং লাইসেন্স করতে ১২ হাজার টাকা দিয়েছিল রূপচান। হাবিব নামের ওই ব্যক্তি লাইসেন্স করে  দেননি। এমনকি পাওনা টাকাও ফেরত দেননি। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। বিষয়টি নিয়ে একদিন রূপচান হাবিবকে ছুরিকাঘাতও করেন। ওই ঘটনায় রূপচানের বিরুদ্ধে হাবিব থানায় মামলা করেন। মামলাটি এখনও চলছে। ওই ঘটনার জের ধরে হাবিব তার লোকজন নিয়ে রাতে রূপচানকে কুপিয়ে হত্যা করতে পারে বলে ধারণা করছেন তিনি। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও জানাতে পারেনি পুলিশ। উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাদেক জানান, নিহতের বুক, পেটে ও বাম হাতের আঙ্গুলে কাটা জখম রয়েছে। তদন্ত সাপেক্ষে হত্যার প্রকৃত কারণ জানা যাবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status