দেশ বিদেশ

মাদকে কোনো ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার

২১ মে ২০১৮, সোমবার, ৯:৪১ পূর্বাহ্ন

 স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বর্তমান সরকার মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। প্রধানমন্ত্রীর দিক-নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে সারা দেশে অভিযান চলছে। র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী মাদকের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান চালাচ্ছে। মাদকের বিষয়ে কোনো ছাড় নয়। মাদক ব্যবসায়ীদের বিষয়ে বিভিন্ন তথ্য এবং তাদের ধরিয়ে দেয়ার জন্য দেশের জনগণের সহায়তা কামনা করেন। জনগণের এই সহযোগিতা দেশ ও জাতির কল্যাণে আসবে। জাতি মাদকের গ্রাস থেকে মুক্তি পাবে। মাদকের বিরুদ্ধে দেশব্যাপী অভিযানও চলবে পাশাপাশি সচেতনার কার্যক্রমও চলবে বলে তিনি ঘোষণা করেন।  গতকাল দুপুরে রাজধানীর গুলিস্তানে এলিট ফোর্স র‌্যাব কর্তৃক আয়োজিত ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’- শীর্ষক দেশব্যাপী প্রচার অভিযান কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী ওই এলাকায় চলাচলরত বিভিন্ন যানবাহনের সামনে ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’- এমন লিফলেট লাগিয়ে দেন এবং পথচারীদের মধ্যেও বিলি করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক সারা বিশ্বের বড় একটি সমস্যা। আমরা ইতিমধ্যে দেশে জঙ্গিবাদকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। মাদককেও আমরা নিয়ন্ত্রণে আনবো। র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সারা দেশে মাদক অভিযানে নেমেছে। ইতিমধ্যে অনেক মাদক ব্যবসায়ী আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছে। এই মাদক নির্মূলে আমরা দেশের সকল নাগরিকের সহযোগিতা প্রত্যাশা করছি।
তিনি আরও বলেন, মাদক একটি জাতিকে ধ্বংস করে দেয়। আমাদের ভবিষ্যৎ মেধাকে রক্ষা করতে মাদক দমন করতেই হবে। মাদকের বিরুদ্ধে পুলিশ-র‌্যাব সর্বত্র অভিযান পরিচালনা করছে এবং এটা সবসময় চলবে। অতীতে আমরা দেখেছি, দেশের শত্রু জঙ্গিদের দমনে সারা দেশের মানুষ আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছে। আমরা এবারও দেশের প্রত্যেক নাগরিকের কাছে মাদক দমনে সহযোগিতা পাবো। অতীতের সকল কাজে আমরা জনগণকে সম্পৃক্ত করেছি। এবারও এই মাদক দমনে তাদের সম্পৃক্ত করবো। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে একসঙ্গে কাজ করবো। দেশের বিভিন্নস্থানে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ীরা মারা যাচ্ছে বিষয়টির দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, আগে যেমন বন্দুকযুদ্ধের ঘটনা ঘটতো এখনও তেমন বন্দুকযুদ্ধের ঘটনা ঘটছে।
র‌্যাব’র মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, প্রধানমন্ত্রী চলতি মে র‌্যাব’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যাব’র সদর দপ্তরে এসেছিলেন। তিনি র‌্যাবকে পরামর্শ দিয়েছিলেন যে, মাদকের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান পরিচালনার জন্য। এজন্য আমরা সারা দেশে মাদকের বিরুদ্ধে অভিযানে নেমেছি। তিনি আরও বলেন, আমরা মাদক ব্যবসায়ীদের সতর্ক করে বলেছি, তারা মাদক ব্যবসা যেন ছেড়ে দেয়। নইলে তাদের আমরা আইনের আওতায় আনবো।
বেনজীর আহমেদ আরও বলেন, মাদক দমনের পাশাপাশি র‌্যাব সারা দেশে এই মাদকের কুফলের বিষয়ে দেশব্যাপী প্রচার-প্রচারণা চালাবো। র‌্যাব সারা দেশে ১০ লাখ পোস্টার ও লিফলেট বিতরণ করবে। ১৯৭১ সালের পর বিভিন্ন বিষয়ে ঐক্যবদ্ধ যুদ্ধে আমরা বিজয়ী হয়েছি। মাদকের বিরুদ্ধেও জাতিগত যুদ্ধ করতে হবে। এবারও আশা করি এর একটা ভালো ফলাফল পাবো, মানুষ বিজয়ী হবে। মাদকের খুচরা বিক্রেতা থেকে শুরু করে ডিলার সে যেই হোক, তাকে এ পেশা ছাড়তে হবে। কেউ আমাদের অপারেশনের বাইরে নয়। মাদকের শিকড়, নিকড় ও বাকড় উপড়ে ফেলা হবে।
তিনি আরও বলেন, মাদক একটি জাতিগত সমস্যা। এটি ২০ দিনে সমাধান হবে না। বিভিন্ন পরিকল্পনা নিয়ে আমাদের আগাতে হবে। কোনো নির্দিষ্ট গ্রুপ আমাদের টার্গেট নয়। মাদকসেবী থেকে শুরু করে এর সঙ্গে সম্পৃক্ত ডিলার ও খুচরা ব্যবসায়ীরা আমাদের টার্গেট। সবকিছু আইনের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। দেশের বিভিন্ন জেলায় মাদকের বিষয়ে যেসব রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা রয়েছে তাদের গ্রেপ্তার করা হবে কী-না প্রশ্ন করা হলে তিনি উত্তরে বলেন, যে মাদকের ব্যবসা করে তার বড় পরিচয় মাদক ব্যবসায়ী। তার আর অন্য কোনো পরিচয় নেই। আইনের হাত অনেক বড়। দেশবাসী ঐক্যবদ্ধ হলে আমরা যে কোনো অপশক্তিকে পরাজিত করবোই। অনুষ্ঠানে পুলিশের আইজি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী উপস্থিত থাকলেও তিনি কোনো বক্তব্য দেননি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- র‌্যাব’র অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) আনোয়ার লতিফ খান, র‌্যাব’র অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) জামিল আহমেদ, পরিচালক (গোয়েন্দা) লে. কর্নেল মাহবুব আলম, পরিচালক (অপারেশন)  লে. কর্নেল মাহবুবুর রহমান, র‌্যাব’র আইন ও গণমাধ্যম বিভাগের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান ও র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল ইমরানুল হাসান প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status