বাংলারজমিন

চলন্তিকার পরিচালক সরোয়ার গ্রেপ্তার

কালিয়া (নড়াইল) প্রতিনিধি

২১ মে ২০১৮, সোমবার, ৯:৩৬ পূর্বাহ্ন

প্রতারণার দায়ে চলন্তিকা যুব সোসাইটির নির্বাহী পরিচালক মো. সরোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  গত ১৯শে মে  রাতে  কালিয়া থানার একদল পুলিশ খুলনা দৌলতপুর থানার শ্বশুর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। গতকাল দুপুরে তাকে কালিয়া থানায় আনা হয়েছে। এ খবর কালিয়া উপজেলা ছড়িয়ে পড়লে চলন্তিকার কর্মী গ্রাহকরা থানার সামনে ভিড় জমায়। খুলনা থানার মোক্তার হোসেন সড়ক বাইলেন, বোখারিশ পাড়া, শিপইয়ার্ড মৃত সোলাইমান সরদারের পুত্র মো. সরোয়ার হোসেন। সে চলন্তিকা যুব সোসাইটিতে ২০০৪ সাল হতে নির্বাহী পরিচালক হিসাবে দায়িত্ব পালন করে আসছিল । গরিবের রক্তে উপার্জন করা টাকা গত ৩০শে মার্চ কালিয়া উপজেলা সহ বিভিন্ন এলাকার চলন্তিকা যুব সোসাইটির কর্মকর্তা ও কর্মচারীরা গ্রাহকদের নিকট থেকে হাতিয়ে নিয়ে পালিয়ে যায়। ওই দিন কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হুদা কালিয়া চলন্তিকা যুব সোসাইটি ভবনটি সিলগালা করে দেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status