দেশ বিদেশ

ভেজাল ও ওজনে কারচুপি রোধে বিশেষ অভিযানের নির্দেশ

অর্থনৈতিক রিপোর্টার

২১ মে ২০১৮, সোমবার, ৯:২৬ পূর্বাহ্ন

ভেজাল ও নিম্নমানের পণ্য উৎপাদন, বিপণন এবং ওজন ও পরিমাপে কারচুপি প্রতিরোধে সর্বোচ্চ সাহস ও আন্তরিকতার সঙ্গে বিএসটিআইকে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বলেন, জনস্বার্থে যে কোনো ধরনের অনিয়ম ও নিম্নমানের পণ্য ও সেবার বিরুদ্ধে আপসহীন ভূমিকা পালন করতে হবে। বিএসটিআই’র চলমান ভেজালবিরোধী বিশেষ অভিযান রমজান উপলক্ষে আরো জোরদার করতে হবে। কোনো অসাধু ব্যবসায়ী যাতে নিম্নমানের, ভেজাল, নকল ও অস্বাস্থ্যকর পণ্য কেনা-বেচার মাধ্যমে রমজানের পবিত্রতা বিনষ্ট করতে না পারে, সে ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। গতকাল বিশ্ব মেট্রোলজি দিবস-২০১৮ উপলক্ষে তেজগাঁওস্থ বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)-এর মিলনায়তনে আয়োজিত ‘আন্তর্জাতিক পদ্ধতির এককসমূহের ক্রমবিবর্তন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। বিএসটিআই মহাপরিচালক সরদার আবুল কালাম-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এনামুল হক। সভায় আমন্ত্রতি অতিথিদের উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করেন বিএসটিআই’র পরিচালক (মেট্রোলজি) আনোয়ার হোসেন মোল্লা। পণ্য ও সেবার ক্ষেত্রে পরিমাপের গুরুত্ব তুলে ধরে শিল্পমন্ত্রী বলেন, বিজ্ঞানের নিত্যনতুন আবিষ্কার, শিল্প উৎপাদন, আন্তর্জাতিক বাণিজ্য, পরিবেশ সুরক্ষাসহ প্রতিটি বিষয়ে পরিমাপের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। যে কোনো পণ্য উৎপাদন কিংবা উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহৃত যন্ত্রপাতি তৈরির ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাপের কাঁচামাল ব্যবহার করা জরুরি। এর ব্যত্যয় হলে, উৎপাদিত পণ্য জননিরাপত্তার জন্য হুমকির কারণ হতে পারে। তিনি অবকাঠামো নির্মাণ, স্বাস্থ্য পরীক্ষা, পণ্য ওজন, যানবাহন তৈরিসহ সকল ক্ষেত্রে সঠিক পরিমাপ অনুসরণের তাগিদ দেন।
শিল্পমন্ত্রী বলেন, শিল্প ক্ষেত্রে জ্বালানির দক্ষতা পরিমাপ, যানবাহন হতে নিঃসৃত ধোঁয়া, ধুলাবালি, বায়ুদূষণ ইত্যাদি সহনীয় মাত্রায় রাখতে মেট্রোলজি বা পরিমাপ বিজ্ঞান গুরুত্বপূর্ণ অবদান রাখে। বাংলাদেশে ইতিমধ্যে আন্তর্জাতিকমানের মেট্রোলজি ল্যাবরেটরি স্থাপন করে অভিন্ন আন্তর্জাতিক পরিমাপ পদ্ধতি অনুসরণের সুযোগ জোরদার করা হয়েছে। তিনি আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান সুসংহত করতে ওজন ও পরিমাপের অভিন্ন একক জনপ্রিয় করার পরামর্শ দেন।
শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বলেন, বিএসটিআইতে আন্তর্জাতিক মানের অত্যাধুনিক ন্যাশনাল মেট্রোলজি ল্যাবরেটরি প্র্রতিষ্ঠা করা হয়েছে। এনএমএল-এর ৬টি ল্যাবরেটরি এ্যাক্রেডিটেশন বা আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status