দেশ বিদেশ

ইন্টেরিওর লাইফ স্টাইল টোকিও’ প্রদর্শনীতে অংশ নেবে ইপিবি

অর্থনৈতিক রিপোর্টার

২১ মে ২০১৮, সোমবার, ৯:২৫ পূর্বাহ্ন


 বিশ্বের শীর্ষ বাণিজ্য মেলা আয়োজক সংস্থা ‘মেসে ফ্রাঙ্কফুর্টের’ ব্যবস্থাপনায় আয়োজিত ‘ইন্টেরিওর লাইফ স্টাইল টোকিও ২০১৮’তে অংশ নেবে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। ইপিবি জানান, আগামী ৩০শে মে থেকে ১লা জুন জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠেয় এই প্রদর্শনীতে দ্বিতীয়বারের মতো অংশ নেবে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন সংস্থাটি। এই প্রদর্শনীতে এন্ট্রাস্ট টেক্সটাইল, বাংলাদেশ জুট মিলস, আমালি এক্সপোর্ট ইমপোর্ট, তরঙ্গ, গোল্ডেন জুট, কুর দ্য জুট, ক্লাসিক্যাল হ্যান্ড মেইড প্রোডাক্টস, ড্রেস ওয়ার্ল্ড এবং এ সিক্স অংশগ্রহণ করছে ইপিবির প্যাভিলিয়নে। আর স্বতন্ত্র হিসেবে বেঙ্গল পলিমার অংশ নেবে। গতবছর ২০১৭ এই প্রদর্শনীতে পৃথিবীর ২২টি দেশ থেকে ৭৮৭ জন প্রদর্শক অংশ নেয়। এখানে বিশ্বের ৩৮টি দেশ থেকে ২৭,৫৭৩ জন দর্শনার্থীও প্রদর্শনী দেখতে আসেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status