দেশ বিদেশ

জাবিতে আওয়ামীপন্থি শিক্ষকদের কর্ম বিরতির ঘোষণা

জাবি প্রতিনিধি

২১ মে ২০১৮, সোমবার, ৯:২৫ পূর্বাহ্ন


 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকদের একাংশ আগামী ২২শে মে মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতির ঘোষণা দিয়েছে। এ ছাড়া একই সময়ে তারা ভিসির অফিস ঘেরাও কর্মসূচি পালন করবে। কিন্তু এই কর্মবিরতি ঘোষণার আগেই ২০শে মে থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন পবিত্র রমজান, গ্রীষ্মকাল ও ঈদুল ফিতর উপলক্ষে ৪০ দিনের ছুটি ঘোষণা করেছে। তাই ছুটির দিনে কর্ম বিরতি ঘোষণাকে অযৌক্তিক ও হাস্যকর বলে দাবি করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
গতকাল বিশ্ববিদ্যালয়ের গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’র সম্পাদক ফরিদ আহমেদ। এ সময় আরো উপস্থিত ছিলেন অধ্যাপক এস এম বদিয়ার রহমান, অধ্যাপক আব্দুল জব্বার হাওলাদার, অধ্যাপক মো. খবির উদ্দিন, অধ্যাপক ফরিদ আহমদ, অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবির, সহযোগী অধ্যাপক হোসনে আরা প্রমুখ।
এর আগে বর্তমান ভিসির দুই অনুষদের ডিন নিয়োগ, ৯ হলের প্রভোস্ট নিয়োগ ও ১৭ই মে পরিবহন অফিসের দায়িত্বরত দুই শিক্ষকের অব্যাহতি দেয়াকে অবৈধ দাবি করে তা প্রত্যাহার সহ ১৭ই এপ্রিল শিক্ষক লাঞ্ছনার বিচার দাবিতে তারা এ কর্মবিরতির ঘোষণা দেন।
এদিকে ‘ছুটির দিনে কর্মবিরতি’ ঘোষণাকে হাস্যাত্মক বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামীপন্থি এক সিনিয়র অধ্যাপক মানবজমিনকে বলেন, ‘ছুটির দিনে কখনো কর্ম বিরতি পালন করা যায়? প্রশাসনই তো তাদের কর্ম বিরতির সুযোগ দিয়েছে।’ প্রবীণ এ অধ্যাপক দাবি করেন, আওয়ামীপন্থি শিক্ষকদের একটি অংশ চক্রান্ত করে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার জোর প্রচেষ্টা চালাচ্ছে।
এ ছাড়া শিক্ষার্থীরাও এ কর্মসূচিকে হাস্যাত্মক বলে দাবি করেছেন। তাদের ভাষ্যমতে, যেহেতু আমাদের ক্লাস হচ্ছে না তাই শিক্ষকরা এমনিতেই তো কর্মবিরতির মধ্যে আছেন। এটা ঘোষণা দেয়া সত্যিই হাস্যকর বিষয়।
প্রসঙ্গত, এ বছরের ফেব্রুয়ারি মাসে ভিসি অধ্যাপক ফারজানা ইসলাম দ্বিতীয় মেয়াদে নিয়োগের পর থেকে ভিসির বিরুদ্ধে অ্যাক্ট বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে ভিসির পদত্যাগসহ বিভিন্ন দাবিতে টানা আন্দোলন করে যাচ্ছে আওয়ামীপন্থি শিক্ষকদের একাংশের সংগঠন ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status