দেশ বিদেশ

আইআইএমসি অ্যালামনাই

ইহসানুল করিম সভাপতি জাহিদ নেওয়াজ সম্পাদক

কূটনৈতিক রিপোর্টার

২১ মে ২০১৮, সোমবার, ৯:২৫ পূর্বাহ্ন

 প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমকে সভাপতি এবং চ্যানেল আই’র  প্রধান বার্তা সম্পাদক ও চ্যানেল আই অনলাইনের সম্পাদক জাহিদ নেওয়াজ খানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যাস কমিউনিকেশন (আইআইএমসি) অ্যালামনাই এসোসিয়েশন, বাংলাদেশ গঠিত হয়েছে। ১৯৭৮ সাল থেকে  যারা নয়াদিল্লির আইআইএমসি’র ফেলো ছিলেন ঢাকায় তাদের এক সাধারণ সভায় এই অ্যালামনাই এসোসিয়েশন গঠিত হয়। ইহসানুল করিম আইআইএমসি’র প্রথম বাংলাদেশি  ফেলো (১৯৭৮-৭৯) এবং জাহিদ  নেওয়াজ খান ফেলোশিপ করেছেন ২০০০ সালে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি মতে, অ্যালামনাই এসোসিয়েশনের ৯ সদস্যের নির্বাহী কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি আজিজুল ইসলাম ভূঁইয়া (সম্পাদক, ডেইলি বাংলাদেশ নিউজ) ও মু. রহমত আলী (ন্যাশনাল কনসালট্যান্ট, ওয়ার্ল্ড ব্যাংক), যুগ্ম সাধারণ সম্পাদক আঙ্‌গুর নাহার মন্টি (যুগ্ম বার্তা সম্পাদক, নিউজ টোয়েন্টিফোর), কোষাধ্যক্ষ রঞ্জন  সেন (বার্তা সম্পাদক, একুশে টিভি) এবং সদস্য নজরুল ইসলাম মিঠু (বাংলাদেশ প্রতিনিধি, ডিপিএ), ওয়ারেস হোসেন (সিনিয়র সহকারী সচিব, জাতীয় সংসদ সচিবালয়) এবং নাজনীন আখতার তন্বী (সিনিয়র সহ সম্পাদক, প্রথম আলো)। এদিকে ঢাকার ভারতীয় হাইকমিশনের পক্ষ  থেকে আইআইএমসি অ্যালামনাই এসোসিয়েশন, বাংলাদেশের নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন ফার্স্ট  সেক্রেটারি রাজেশ উইকে, প্রেস অ্যাটাচে রঞ্জন মণ্ডল এবং প্রেস কর্মকর্তা বিশাল জ্যোতি দাস। ১৯৬৭ সালের ১৭ই আগস্ট ভারতের তৎকালীন তথ্য ও সমপ্রচারমন্ত্রী ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠিত আইআইএমসি ভারতে গণযোগাযোগ ও গণমাধ্যম বিষয়ক শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান। দিল্লির বাইরে প্রতিষ্ঠানটির আরো ৫টি  কেন্দ্র হচ্ছে ধেনকানাল (উড়িষ্যা), আইজল (মিজোরাম), অমরাবতী (মহারাষ্ট্র), জম্মু (জম্মু এবং কাশ্মীর) এবং কোট্টায়াম (কেরালা)। ১৯৭৮ সাল থেকে বাংলাদেশের সাংবাদিক এবং সরকারি কর্মকর্তারা আইআইএমসিতে ফেলো হিসেবে বিভিন্ন কোর্সে অংশ নিচ্ছেন। বাংলাদেশের অনেক খ্যাতনামা সাংবাদিক আইআইএমসিতে সাংবাদিকতায় ফেলোশিপ করেছেন।  
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status