দেশ বিদেশ

দক্ষিণ চীন সাগরে চীনের বোমারু বিমান মোতায়েন

মানবজমিন ডেস্ক

২১ মে ২০১৮, সোমবার, ৯:২২ পূর্বাহ্ন

বিতর্কিত দক্ষিণ চীন সাগরের এক দ্বীপে দূর পাল্লার সামরিক বোমারু বিমান মোতায়েন করেছে চীন। মোতায়েন করা বিমানগুলো হচ্ছে দূরপাল্লার এইচ-৬কে মডেলের। ধারণা করা হচ্ছে, সেখানে চীনের বোমারু বিমান মোতায়েন করার ঘটনা এটাই প্রথম। সামরিক মহড়ার অংশ হিসেবে এগুলো মোতায়েন করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে, দ্বীপের ঠিক কোথায় এই মহড়া চালানো হয়েছে তা জানায়নি বেইজিং। চীনের এমন পদক্ষেপের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। এ খবর দিয়েছে বিবিসি।
খবরে বলা হয়, দক্ষিণ চীন সাগরের বিতর্কিত দ্বীপপুঞ্জে চীনের দাবি করা সব ভূখণ্ডে পৌঁছানোর সক্ষমতা বৃদ্ধি করতে এক সামরিক মহড়ার অংশ হিসেবে বোমারু বিমানগুলো মোতায়েন করা হয়েছে। প্রসঙ্গত, দক্ষিণ চীন সাগরের এই জলসীমাটুকু অঞ্চলটির প্রধান বাণিজ্যিক জলপথের একটি। সাগরের এই জলসীমার মালিকানা নিয়ে চীন, ভিয়েতনাম, তাইওয়ানসহ ছয়টি দেশের বিরোধ চলছে। চীনের কমিউনিস্ট পার্টি পরিচালিত পত্রিকা পিপলস ডেইলির ওয়েবসাইটে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, দ্বীপপুঞ্জতে একটি এইচ-৬কে বিমান অবতরণ ও উড্ডয়ন করছে। ওয়াশিংটন ভিত্তিক এশিয়া ম্যারিটাইম ট্রান্সপারেন্সি ইনিশিয়েটিভ (এএমটিআই) জানিয়েছে, উডি দ্বীপের একটি ঘাঁটিতে বিমানগুলো মোতায়েন করা হয়েছে। তাদের ভাষ্য, চীন পূর্বেও উডি দ্বীপে যুদ্ধ বিমান মোতায়েন করেছে। তবে, দক্ষিণ চীন সাগরে কোনো বোমারু বিমান মোতায়েন করার ঘটনা এই প্রথম। এএমটিআই আরো জানায়, একটি এইচ-৬কে বিমান দিয়ে উডি দ্বীপ থেকে পুরো দক্ষিণ-পূর্ব এশিয়ার যেকোনো স্থানে হামলা চালানো সম্ভব।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status