এক্সক্লুসিভ

রমজানে যানজট এড়াতে ডিএমপির ১৪ পরামর্শ

স্টাফ রিপোর্টার

২১ মে ২০১৮, সোমবার, ৯:১৬ পূর্বাহ্ন

রমজান আসলেই রাজধানীতে তীব্র আকার ধারণ করে যানজট। চলতি রমজানের শুরু থেকেও একই পরিস্থিতি বিরাজ করছে। রোজা গড়াতেই আরো ভয়াবহ যানজটের আভাস পাওয়া যাচ্ছে। এ অবস্থায় যানজট নিরসনে হিমশিম খাচ্ছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)  ট্রাফিক বিভাগ। পুলিশ এখন তাদের প্রচেষ্টার পাশাপাশি সচেতনতার ওপর জোর দিয়েছে। চেয়েছে নগরবাসীর সহযোগিতা। যানজট নিরসনে ১৪টি পরামর্শ দিয়ে তা মেনে চলার অনুরোধ জানিয়েছে ডিএমপি।
রমজানে যানজট এড়াতে ডিএমপির পরামর্শগুলো হলো- ইফতারের আগে বাড়ি ফিরতে হবে- এমন মনোভাব নিয়ে উল্টো পথে গাড়ি চালানো থেকে বিরত থাকা, ট্রাফিক সিগন্যাল অমান্য করে গাড়ি চালানোর চেষ্টা করে যানজট সৃষ্টি না করা, কোনো অবস্থাতেই যানজটের কারণ না হওয়ার প্রত্যয়ে গাড়ি চালানো, অযথা গাড়ির হর্ণ না বাজানো, তাড়াহুড়ো করে না চালিয়ে নিয়ম মেনে নির্ধারিত গতিতে গাড়ি চালানো, চলাচলের স্বাভাবিক গতি রোধ না করে উল্টোমতো গাড়ি রেখে রাস্তা সংকীর্ণ না করা, মার্কেট ও শপিংমলের সামনে গাড়ি পার্কিং করা থেকে বিরত থাকা, লক্কড়-ঝক্কর ও ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় না নামানো, নির্ধারিত স্থান ছাড়া রাস্তার যেখানে সেখানে যাত্রী উঠানামা না করানো। ডিএমপির ১৪ পরামর্শের বাকিগুলো হলো- সরকারি সিদ্ধান্ত ও মোটরযান আইন মেনে গাড়ি চালানো, বেশি যাত্রীর আশায় রাস্তায় অযথা গাড়ি দাঁড় করিয়ে চালকদের যানজট সৃষ্টি না করা, রাস্তা পারাপারে ফুটওভার ব্রিজ, আন্ডারপাস ও জেব্রা ক্রসিং ব্যবহার, ভিআইপি ও অতি ব্যস্ত সড়কে রিকশা, ভ্যান, ঠেলাগাড়ির মতো ধীরগতির বাহন না চালানো এবং রাস্তা ও ফুটপাথে দোকানপাট না বসানো।
ডিএমপি’র মিডিয়া বিভাগের উপ- কমিশনার মো. ওবায়দুর রহমান মানবজমিনকে বলেন, রমজানে ইফতারের আগে ঘরে ফেরার তাগিদ থাকে। দৈনন্দিন কাজেও আগে যাওয়ার তাড়না প্রকট থাকে। তাই সুবিধামতো দ্রুত গন্তব্যে পৌঁছুতে গিয়ে আরো বেশি যানজটের সৃষ্টি হয়। অনেক ক্ষেত্রে তা ভয়াবহ আকার ধারণ করে। এই সচেতনতাটুকু থাকলে যানজট কমবে। এ অবস্থায় সচেতনতাই যানজট নিরাসনের মূল পন্থা। একটু সচেতনতার সঙ্গে ডিএমপির পরামর্শগুলো মেনে গাড়ি ও পথচারী চলাচল করলে রমজানে যানজট অনেকাংশে এড়ানো যাবে বলে মন্তব্য করেন তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status