বাংলারজমিন

পাকুন্দিয়ায় জলাতঙ্ক নির্মূলে অবহিতকরণ সভা

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

২১ মে ২০১৮, সোমবার, ৮:৪৫ পূর্বাহ্ন

পাকুন্দিয়ায় জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে ব্যাপক হারে কুকুরের টিকাদান কার্যক্রম বিষয়ক এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. একেএম আনওয়ারুর রউফ-এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. মো. হেলাল উদ্দিন। ডা. হাসিবুর ছাত্তারের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি ছিলেন-উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আজিজুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. শামছুন্নাহার আপেল, সহকারী কমিশনার (ভূমি) মো. হাফিজুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. স্বপন চন্দ্র বণিক, পাকুন্দিয়া থানার ওসি (তদন্ত) সারোয়ার জাহান, উপজেলা শিক্ষা অফিসার সৈয়দ আহমেদ, জাঙালিয়া ইউপি চেয়ারম্যান সরকার শামীম আহমেদ ও হোসেন্দী ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান আকন্দ হামদু প্রমুখ। সভায় বক্তরা বলেন, জলাতঙ্কের হার শূন্যের কোটায় আনতে সরকার ব্যাপকভাবে কাজ করছে। ২০২২ সালের মধ্যে দেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে কিশোরগঞ্জ জেলায় ব্যাপকহারে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম শুরু হয়েছে। এজন্য ২১ মে মাইক্রো প্ল্যানিং, ২২ মে প্রশিক্ষণ ও ২৩-২৭ মে পর্যন্ত পাঁচ দিন ব্যাপি উপজেলার পৌরসদরসহ ৯টি ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ও বাড়িতে গিয়ে কুকুরকে ভ্যাকসিন প্রদান করা হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status