দেশ বিদেশ

কেমিক্যাল দিয়ে পাকানো ১১০০ মণ আম ধ্বংস, ৬ জনকে কারাদণ্ড

স্টাফ রিপোর্টার

২০ মে ২০১৮, রবিবার, ৯:৪৭ পূর্বাহ্ন

রাজধানীর মিরপুর এলাকায় কেমিক্যাল দিয়ে পাকানো প্রায় ১১০০ মণ আম ধ্বংস করেছে র‌্যাবের ভ্রামমাণ আদালত। এ ঘটনায় ছয় জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। কারাদণ্ডপ্রাপ্তরা হচ্ছে- ফয়সাল আহমেদ, নুরুল হক, তাবারুল, রমজান আলী, আবদুস সোবহান ও মনিরুল ইসলাম। র‌্যাব জানায়, গতকাল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মিরপুরের মাজার রোড এলাকার বিভিন্ন ফলের আড়তে এ অভিযান চালানো হয়। এ সময় ১৪টি আড়তের আম জব্দ করা হয়। অপরিপক্ব আম ক্ষতিকারক রাসায়নিক ইথোফেন ও ক্যালসিয়াম কার্বাইড দিয়ে পাকানোর অভিযোগে ছয় জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া দেয় র‌্যাবের ভ্রামমাণ আদালত। এসব আম বাইরে থেকে পাকা দেখালেও ভেতরে কাঁচাই থাকছে। পরে স্থানীয় বালুরমাঠে নিয়ে ধ্বংস করা হয়। র‌্যাবের ভ্রামমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম মানবজমিনকে বলেন, ক্যালেন্ডার অনুযায়ী পাকা আম পেতে আরো অন্তত ১০ দিন অপেক্ষা করতে হবে। কিন্তু, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী তার আগেই রাসায়নিক ব্যবহার করে অপরিপক্ব আম পাকাচ্ছেন। রাসায়নিক ইথোফেনের বোতলে লেখা আছে তা ফল পাকানোর ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। তবু কিছু ব্যবসায়ী তা ফল পাকাতে ব্যবহার করছেন। পর্যবেক্ষণে দেখা গেছে ইথোফেন দেয়া ফল খেলে পেটের পীড়া ও চর্মরোগসহ দীর্ঘমেয়াদী অসুখ হচ্ছে। এ অভিযানে র‌্যাব-৪ ও বিএসটিআই’র কর্মকর্তারা অংশ নেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status